সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের দোয়াত-কলম প্রতীকের এজেন্ট মাসুক মিয়া (৪৫) কে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে গিয়ে হাতে ছোরা দেখে ওই এজেন্টকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।
আটক মাসুক মিয়া দোয়ারাবাজারের মুরাদপুর গ্রামের গুলফর মিয়ার ছেলে এবং সুনামগঞ্জ জেলা বিএনপিরসহ স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সদস্য ও বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের দোয়াত-কলম প্রতীকের এজেন্ট।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস জানান, দোয়াত-কলমের এজেন্ট মাসুক মিয়ার হাতে ছোরা দেখে সঙ্গে সঙ্গে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন তিনি।
মন্তব্য করুন