ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। উড়ে গেছে ঘরের চালা, ভেঙে পড়েছে অসংখ্য গাছপালাসহ বৈদ্যুতিক খুঁটি। পড়ে গেছে গাছের কাঁচা আমও। ক্ষতি হয়েছে ভুট্টাসহ পাকা বোরো ধানক্ষেতের।
বুধবার (২৯ মে) রাতে জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়সহ ৭০টিরও বেশি পরিবারের বাড়িঘর। উপজেলা প্রশাসন থেকে সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নামের তালিকা তৈরি করছে।
পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক বাচ্চু মিয়া জানান, ঝড়ে ১২ বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে।
ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কাজ চলছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
মন্তব্য করুন