ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩শ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সড়ক বিভাগের প্রায় ১৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
জলোচ্ছ্বাসে ধসে যাওয়া সড়কগুলোর মধ্যে কার্পেটিং সড়ক ১২০ কিলোমিটার, ইট সোলিং ও হেরিংবন্ড সড়ক ২৮০ কিলোমিটার, ব্রিজের সংযোগ সড়ক ৮টি ও ৩০টি কাঠের পুল।
বৃহস্পতিবার (৩০ মে) এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, জলোচ্ছ্বাসে প্রায় ৩শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সব ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জনগুরুত্ব বিবেচনা করে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে ১৫ দিন থেকে ১ বছর সময় লাগতে পারে।
মন্তব্য করুন