শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

এক যুগ পর শেরপুর-ঝিনাইগাতী লোকাল বাস চালু

শেরপুরে লোকাল বাস চালু। ছবি : কালবেলা
শেরপুরে লোকাল বাস চালু। ছবি : কালবেলা

শেরপুর জেলার উত্তরের জনপদ ঝিনাইগাতী উপজেলা। জেলা শহর থেকে উপজেলা শহরের দূরত্ব ১৯ কিলোমিটার। উপজেলাটির ৮০ ভাগ অঞ্চল ভারতের মেঘালয় এলাকার সীমান্তঘেঁষা। সমতলের সাধারণ জনবসতির বাইরেও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিরাট একটা অংশের বসবাস এই উপজেলায়। তাদের বেশির ভাগ মানুষই নিম্নআয়ের। উপজেলার বাইরে কোথাও গেলে সবাইকে মূল জেলা সদরের ভেতর দিয়েই যেতে হয়। কিন্তু তাদের যাতায়াতের একমাত্র বাহন হলো সিএনজিচালিত অটোরিকশা।

এই স্বল্প দূরত্বের রাস্তা আসতে গুনতে হয় ৫০ থেকে ৫৫ টাকা। এই পথে দীর্ঘ ১২ বছর পর আবার লোকাল বাস সার্ভিস চালু করেছে শেরপুরের তিন পরিবহন ব্যবসায়ী। সিএনজির দৌরাত্ম্য পেছনে ফেলে লোকাল বাস চালু হওয়ায় যাত্রীরা খুব খুশি। অপরদিকে ভাড়াও নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা। এতে স্বল্প আয়ের মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। আগে বিকল্প কোনো যানবাহন না থাকায় সিএনজিগুলো বেপরোয়াভাবে পাল্লা দিয়ে চলাচল করতে গিয়ে মাঝে মাঝেই ঘটত দুর্ঘটনা। ঘটত প্রাণহানির মতো ঘটনা।

জানা যায়, স্বাধীনতার পরবর্তী সময় থেকেই শেরপুর জেলা শহর থেকে ঝিনাইগাতীর মানুষের একমাত্র বাহন ছিল লোকার বাস। কিন্তু সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা বেড়ে যাওয়ায় বাসের ব্যবসায় টান পড়ে। কারণ সেই সময়ের বাস ছিল ডিজেলচালিত ইঞ্জিনের। ফলে খরচ বেশি হওয়ায় লাভ হতো কম হতো। সময় লাগত বেশি। পরে ব্যবসায়ীরা রাস্তায় বাস কমাতে কমাতে এক সময় বন্ধই হয়ে যায় বাস সার্ভিস। ফলে মানুষ বাধ্য হয়েই সিএনজিচালিত অটোরিকশা দিয়েই চলাচল করছে এক যুগ ধরে। এই সুযোগে সিএনজির ভাড়া বাড়তে বাড়তে হয়েছে প্রায় তিনগুণ। তবে তিন বাস মালিকের প্রচেষ্টায় মে মাসের ১৪ তারিখ থেকে ৭টি বাস দিয়ে চালু হয়। এর পরই সাধারণ যাত্রীদের মধ্যে ফিরে আসে স্বস্তি। প্রথম দিন থেকেই অনেকে ঝুঁকিপূর্ণ সিএনজি ওঠা বন্ধ করে দিয়েছে। তবে এই বাস সার্ভির চালু হওয়ার পর থেকেই সিএনজির ভাড়া ৫০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩০ টাকায়। এখন মানুষ বাস না পাওয়ার সাপেক্ষে সিএনজিতে উঠতেছে।

উপজেলার কালিবাড়ি এলাকার যাত্রী আমিন মাহমুদ বলেন, লোকাল বাস না থাকার সুযোগে একটা যুগ আমাদের মতো সাধারণ যাত্রীদের দ্বিগুণ ভাড়া পরিশোধসহ নানাভাবে হয়রানি ও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আমাদের যাতায়াত এখন নিরাপদ হয়েছে। ভাড়া কমেছে অর্ধেকেরও কমে।

‘রাকা-রাকিব তালুকদার’ পরিবহনের চালক মো. আবু সাইদ বলেন, আমি দীর্ঘ ২৭ বছর ধরে বাসে কর্মরত আছি। এই লাইনে জীবন পার করে দিলাম। আমাদের ভাড়া সিএনজির প্রায় তিন ভাগের এক ভাগ। তাই নিম্নআয়ের মানুষ আমাদের মাধ্যমে সেবা পাবে এটাই আমাদের আনন্দের।

মালিক সমিতির বুকিং মাস্টার দেলওয়ার হোসেন মিন্টু বলেন, যাত্রীসেবার মান বৃদ্ধি ও কম খরচে দ্রুত সময়ে যাতায়াত ব্যবস্থা সহজ করতে প্রাথমিকভাবে ৭টি লোকাল বাস সার্ভিস চালু করেছি। খোয়ারপাড় স্ট্যান্ড থেকে ঝিনাইগাতী পর্যন্ত ১৮ কিলোমিটারের জন্য মাত্র ২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে সার্ভিসটি চালু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।

তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া দৌরাত্ম্য লোকাল বাস সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। এখন আমাদের সকল গাড়ি গ্যাসে কনভার্ট করা। তাই আমাদের যেহেতু খরচ কম তাই সকলের সেবায় আমরা চালু রাখতে পারব। মানুষ আগের মতো বাসে অভ্যস্ত হলে আরও বাস সংযুক্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১০

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

১১

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১২

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১৩

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১৪

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৫

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৬

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৭

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৮

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৯

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

২০
X