রাজশাহীর তানোরে ১০ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকার ও সেই চিত্র মুঠোফোনে ধারণ করে ভাইরাল করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা রুস্তম আলীর বিরুদ্ধে।
অভিযুক্ত রুস্তম (৪০) কামাগাঁ ইউনিয়নের হরিপুরের আরকেতউল্লাহর ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি।
শুক্রবার (৩১ মে) বলাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ধর্ষণকারী জঙ্গলে আবৃত একটি পুকুরপাড়ে শিশুটিকে বলাৎকার করছেন। আর পাশে আরেকজন মুঠোফোনে ভিডিও ধারণ করছেন।
এ বিষয়ে রুস্তম আলীর বড় ভাই মোস্তফা বলেন, আমার ছোট ভাই বিবাহিত। তার সন্তান আছে। কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছে। সে এটা করতে পারে না। সে যুবলীগের সভাপতি হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে৷
এ বিষয়ে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, বিষয়টি জেনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন