গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১১:১৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশ বিক্রি হলো ৭ হাজারে

পদ্মায় ধরা পড়া রূপালি ইলিশ। ছবি : কালবেলা
পদ্মায় ধরা পড়া রূপালি ইলিশ। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে বিভিন্ন ধরনের দেশি মাছ ধরা পড়ছে। গত চার দিনে জেলেদের জালে পদ্মা নদীর পাঙাশ, রুই, চিতল, ইলিশ ধরা পড়েছে।

শুক্রবার (৩১ মে) এক জেলের জালে ছোট-বড় সাতটি পাঙাশ, আরেক জেলের জালে পাঙাশের পাশাপাশি একটি বড় চিতল ও একটি ইলিশ মাছও ধরা পড়ে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের জেলে ফরিদ শেখ সকালে নৌকায় ছয়জন সঙ্গী নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। দুবার জাল ফেলার পর ছোট-বড় মিলে সাতটি পাঙাশ মাছ ধরা পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে মাছগুলো বিক্রির জন্য নিয়ে যান দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে। স্থানীয় আড়তদার দুলাল মণ্ডলের তত্ত্বাবধানে ফেরিঘাট সড়কে মাছের ঝুড়ি নামানোর পর তার ছেলে রেজাউল মণ্ডল মাছ বিক্রি নিলামে তোলেন।

সাতটি পাঙাশের মধ্যে সবচেয়ে ছোটটির ওজন ছিল প্রায় ৭ কেজি এবং বড়টির ওজন ছিল প্রায় ১৬ কেজি। ছোট পাঙাশটি ৮৫০ ও বড়টি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা বিক্রি হয়।

নিলামে বিক্রি শেষে ফরিদ শেখ বলেন, ঘূর্ণিঝড়ের পর থেকে নদীতে বেশি মাছ ধরা পড়ছে। বিশেষ করে, চার দিন ধরে প্রতিদিন তিন-চারটি করে পাঙাশসহ অন্য মাছ পাচ্ছেন। তাদের জালে পাঙাশ, রুই, কাতলাসহ বড় মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার তারা চারটি পাঙাশ মাছ পান। আজ সকালে দুবার জাল ফেললে সাতটি পাঙাশ মাছ পান। মাছের আমদানি কিছুটা বেশি হওয়ায় তুলনামূলক দাম কম। অন্য সময়ের চেয়ে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে বলে জানান।

ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, আজ সকালে ঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় ছাত্তার মেম্বার পাড়ার জেলে আরিফ হালদার। তার কারেন্ট জালে একটি বড় চিতল ও একটি বড় ইলিশ মাছ ধরা পড়ে। মাছ দুটি পাওয়ার পর আরিফ তার মোবাইল ফোনে যোগাযোগ করেন। ১১ কেজি ওজনের চিতল ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় ও ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ৬ হাজার ৭০০ টাকায় কিনে নেন।

মাছ তার আড়তে রেখে বিভিন্ন পরিচিতদের সঙ্গে যোগাযোগ করছেন। শাহজাহান শেখ আরও বলেন, পদ্মা নদীর ইলিশের চাহিদা সব সময় বেশি থাকে। বর্তমানে ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। ৩০০ থেকে ৪০০ টাকা করে লাভ পেলেই তিনি বিক্রি করে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

বাড়ির মালিক যখন ভাড়াটে হয়ে যায়

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

চুল পড়া কমাতে নিয়মিত খাবেন যে ৫ খাবার

বিশ্বকাপ বয়কটের ডাক ফিফার সাবেক সভাপতির

ফ্রিজে রাখা ভাত বারবার গরম করে খেলে কী হয়? যা বলছেন চিকিৎসকরা

ইতালিতে সন্ত্রাসবাদ মামলায় দণ্ডিত বাংলাদেশি যুবককে স্থায়ী বহিষ্কার 

জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি নেতার পদত্যাগ 

১০

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড

১১

ইনসাফের বাংলাদেশ গড়তে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি : মঞ্জু

১২

সিআরইউর সভাপতি লিটন সেক্রেটারি মামুন প্রচার সম্পাদক রকি

১৩

জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

১৪

ঢাকায় প্রথমবার নারী সমাবেশ করতে যাচ্ছে জামায়াত

১৫

বিএনপি খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে তারেক রহমান

১৬

ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০ মুসলিম বিজ্ঞানী

১৭

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংঘর্ষ

১৮

নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই : মান্নান

১৯

বলিউডে ২৫ বছরে এই প্রথম যা ঘটতে যাচ্ছে, অপেক্ষায় সিনেপ্রেমীরা

২০
X