গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১১:১৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশ বিক্রি হলো ৭ হাজারে

পদ্মায় ধরা পড়া রূপালি ইলিশ। ছবি : কালবেলা
পদ্মায় ধরা পড়া রূপালি ইলিশ। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে বিভিন্ন ধরনের দেশি মাছ ধরা পড়ছে। গত চার দিনে জেলেদের জালে পদ্মা নদীর পাঙাশ, রুই, চিতল, ইলিশ ধরা পড়েছে।

শুক্রবার (৩১ মে) এক জেলের জালে ছোট-বড় সাতটি পাঙাশ, আরেক জেলের জালে পাঙাশের পাশাপাশি একটি বড় চিতল ও একটি ইলিশ মাছও ধরা পড়ে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের জেলে ফরিদ শেখ সকালে নৌকায় ছয়জন সঙ্গী নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। দুবার জাল ফেলার পর ছোট-বড় মিলে সাতটি পাঙাশ মাছ ধরা পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে মাছগুলো বিক্রির জন্য নিয়ে যান দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে। স্থানীয় আড়তদার দুলাল মণ্ডলের তত্ত্বাবধানে ফেরিঘাট সড়কে মাছের ঝুড়ি নামানোর পর তার ছেলে রেজাউল মণ্ডল মাছ বিক্রি নিলামে তোলেন।

সাতটি পাঙাশের মধ্যে সবচেয়ে ছোটটির ওজন ছিল প্রায় ৭ কেজি এবং বড়টির ওজন ছিল প্রায় ১৬ কেজি। ছোট পাঙাশটি ৮৫০ ও বড়টি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা বিক্রি হয়।

নিলামে বিক্রি শেষে ফরিদ শেখ বলেন, ঘূর্ণিঝড়ের পর থেকে নদীতে বেশি মাছ ধরা পড়ছে। বিশেষ করে, চার দিন ধরে প্রতিদিন তিন-চারটি করে পাঙাশসহ অন্য মাছ পাচ্ছেন। তাদের জালে পাঙাশ, রুই, কাতলাসহ বড় মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার তারা চারটি পাঙাশ মাছ পান। আজ সকালে দুবার জাল ফেললে সাতটি পাঙাশ মাছ পান। মাছের আমদানি কিছুটা বেশি হওয়ায় তুলনামূলক দাম কম। অন্য সময়ের চেয়ে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে বলে জানান।

ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, আজ সকালে ঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় ছাত্তার মেম্বার পাড়ার জেলে আরিফ হালদার। তার কারেন্ট জালে একটি বড় চিতল ও একটি বড় ইলিশ মাছ ধরা পড়ে। মাছ দুটি পাওয়ার পর আরিফ তার মোবাইল ফোনে যোগাযোগ করেন। ১১ কেজি ওজনের চিতল ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় ও ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ৬ হাজার ৭০০ টাকায় কিনে নেন।

মাছ তার আড়তে রেখে বিভিন্ন পরিচিতদের সঙ্গে যোগাযোগ করছেন। শাহজাহান শেখ আরও বলেন, পদ্মা নদীর ইলিশের চাহিদা সব সময় বেশি থাকে। বর্তমানে ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। ৩০০ থেকে ৪০০ টাকা করে লাভ পেলেই তিনি বিক্রি করে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যালিকার বাসা থেকে গ্রেপ্তার বলিউড পরিচালক

যোগদান করেই যে নির্দেশনা দিলেন চট্টগ্রামের নতুন এসপি

মামলার বিষয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

বাংলাদেশে সৎ নেতার অভাব : এটিএম আজহার

কবরে মিলল বস্তাভর্তি একনলা বন্দুক-পাইপগান

জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে : উপদেষ্টা সাখাওয়াত

ইংল্যান্ডের হারের পেছনে ম্যাককালামের অদ্ভুত অজুহাত

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদক দুররানী কারাগারে

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

১০

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

১১

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

১২

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

১৩

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

১৪

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

১৫

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

১৭

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

১৮

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

১৯

সিডনিতে বাংলাদেশ ডেমোক্রেসি সামিট / তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০
X