মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৭:৩৪ এএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

গরম হলেও ঈদে মেঘনার তীরে দর্শনার্থীদের ভিড়

মতলব উত্তরের ষাটনল পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা
মতলব উত্তরের ষাটনল পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ এলাকায় ভাঙন রক্ষায় ব্লক বসানো নদীর হার্ডপয়েন্ট ও ষাটনল পর্যটন কেন্দ্রে ঈদ আনন্দ উপভোগ করতে ভ্রমণ পিপাসু মানুষের ঢল নেমেছে।

ঈদ উৎসবে ঘুরে বেড়ানো ও বিনোদন করার মতো তেমন কোনো স্থান নেই। ফলে ঈদ বা যে কোনো উৎসব এলে কর্মস্থল থেকে ছুটিতে আসা বিনোদনপ্রেমীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে মেঘনা নদীর তীরে ঈদ আনন্দ উপভোগ করতে আসেন।

এ বছরেও এর ব্যতিক্রম ছিল না। প্রচণ্ড গরম উপেক্ষা করে এবার ভ্রমণ পিপাসু বিনোদনপ্রেমী মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। ভ্যাপসা গরমকে উপক্ষো করে হাজার হাজার মানুষ এসেছিল মেঘনা নদীর তীরে প্রাকৃতিক দৃশ্য দেখতে আর মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে।

অসংখ্য নারী-পুরুষ, শিশু-কিশোর, প্রেমিক-প্রমিকারা প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, ভটভটি, নছিমন, মোটরসাইকেল, ভ্যান, রিকশা এমনকি শ্যালো চালিত ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকায় ঈদের দিন সকাল থেকে মানুষ আসতে থাকে।

সামনে মেঘনা নদী। একটু পরেই বিশাল জলরাশি। বিকেলে পশ্চিমে সূর্যাস্ত দেখতে চমৎকার পরিবেশ। তাই এলাকাবাসী মেঘনা পাড়ের নাম দিয়েছে মিনি কক্সবাজার।

মতলবের এখলাছপুর, মোহনপুর, আমিরাবাদ এলাকায় মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ রক্ষা করার জন্য ব্লক বসিয়ে হার্ডপয়েন্ট-গ্রোয়েন নির্মাণ করা হয়। আর এই ব্লক বসানো হার্ডপয়েন্ট মেঘনা নদীর তীর উপজেলার বিনোদনের স্পট (মিনি কক্সবাজার) হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে।

নদী ভাঙন রোধসহ এসব স্থাপনা ভ্রমণ পিপাসুদের বেড়ানোর মনোরম স্থান হিসেবে মতলবসহ আশেপাশের উপজেলা ও জেলার মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। ঈদের দিন সোমবার ও ঈদের পরেরদিন মঙ্গলবার মেঘনার তীরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল।

সেখানে ঝালমুড়ি, চটপটি, ফুচকা ও আইসক্রিমসহ বিভিন্ন দোকানিরা অস্থায়ীভাবে পসরা সাজিয়ে বসতে ভুল করেনি। তাদের বিক্রি বেশ ভালো হওয়ায় তারাও খুব খুশি। অনেক দর্শনার্থী-বিনোদনপ্রেমীরা ট্রলারে সাউন্ড বক্স নিয়ে এসেছিল। গানের সঙ্গে নেচেছিল অনেকে।

এখলাছপুর নয়াকান্দি হার্ডপয়েন্টে ও ষাটনল লঞ্চঘাট মেঘনা নদীর পাড়ে ভ্রমণের জন্য অর্ধশতাধিক ইঞ্চিনচালিত ট্রলার ও নৌকা নিয়ে মাঝিরাও প্রস্তুত ছিল। ট্রলার কিংবা নৌকা ভাড়া করে ঝুঁকির মধ্যেও ভ্রমণ পিপাসুরা ঘুরে বেড়িয়েছেন।

এমনকি মেঘনা-পদ্মা পাড়ের পার্শ্ববর্তী চরগুলোতেও ঘুরে বেড়িয়েছেন তারা। উৎসাহ উদ্দীপনার কোনো কমতি দেখা যায়নি তাদের মধ্যে। গত দুই দিন ধরে বাঁধভাঙা জোয়ারের মতো হাজার হাজার মানুষের ঢল নেমেছিল মতলব উত্তর উপজেলার এখলাছপুর, মোহনপুর, ষাটনল ও আমিরাবাদ মেঘনা নদীর তীরে।

দর্শনার্থী হাসিবুর রহমান শান্ত বলেন, নদীর এ প্রাকৃতিক দৃশ্য, থইথই পানির দৃশ্য, সন্ধ্যার সময় মেঘনা পাড়ে এসে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য ও এমন সুন্দর খোলামেলা জায়গা আশেপাশের কোথাও নেই। তাই ভাতিজাদের নিয়ে ঘুরতে এসেছি। এখানে এসে খুবই ভালো লেগেছে।

তবে এখানকার পরিবেশ ভালো রাখতে নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন প্রয়োজন বলেও জানান তিনি। আবার জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তাহলে দিন দিন ভ্রমণপিপাসু দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে।

এদিকে সন্ধ্যার পরেও অনেককে গ্রেয়েনে ও হার্ডপয়েন্টে মেঘনা পাড়ে মুক্ত বাতাসে বসে থাকতে দেখা গেছে। সেক্ষেত্রে সেখানে সোলার বাতি বসানো প্রয়োজন বলেও জানান অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

১০

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

১১

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

১২

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষণা

১৩

যেভাবে নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন

১৪

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

১৫

আগামীর বাংলাদেশে পরিচয়ের ভিত্তিতে বিভাজন থাকবে না : আমীর খসরু

১৬

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

১৭

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দেড় বছর পর মামলা

১৮

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা 

১৯

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

২০
X