কুমিল্লা ব্যুরো :
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভাঙা কালভার্টে চরম ভোগান্তি, আশ্বাসে ক্ষান্ত ইউপি চেয়ারম্যান

রাস্তায় কালভার্টের মাঝখানে ভাঙা অংশ। ছবি : কালবেলা
রাস্তায় কালভার্টের মাঝখানে ভাঙা অংশ। ছবি : কালবেলা

কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রাম। একই ইউনিয়নের সোনাইমুড়ী থেকে পেরপেটি ও একবাড়িয়া (কোড্ডারার) রোড পর্যন্ত এই গ্রামসহ আশপাশের প্রায় চারটি গ্রামে যাতায়াত করার একমাত্র রাস্তাটি এই গ্রামের ভেতর দিয়ে গেছে। কিন্তু ভাঙা কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। কালভার্টটির মাঝামাঝি ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চলাচল করছে। এলাকাবাসীর দাবি, এই কালভার্টটি দ্রুত পুনঃসংস্কার বা ছোট একটি ব্রিজ নির্মাণ করা হলে তাদের চলাচলে আর ভোগান্তি পোহাতে হবে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামের মানুষের চলাচলের জন্য প্রায় ১০ বছর আগে একটি কালভার্ট তৈরি করে দেওয়া হয়। এই রাস্তাটি দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। কিন্তু নিম্নমানের কাজ করার কারণে প্রায় আড়াই বছর আগে কালভার্টটির মাঝামাঝি অংশে ভেঙে যায়। যার ফলে স্কুলের শিক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

এলাকাবাসী ও স্থানীয়রা জানায়, একাধিকবার রাস্তা এবং কালভার্ট মেরামতের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রাকিবুল হাসান লিমনেকে অবহিত করলেও তিনি আবেদনের কোন গুরুত্ব দেয়নি। পরবর্তীতে এলাকাবাসীদের জোর দাবিতে ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন নিজে এসে পরিদর্শন করেন এবং স্থানীয়দের আশ্বস্ত করেন যে, কালভার্টের সঙ্গে রাস্তা পাকা করার ব্যবস্থা করবেন। পরিদর্শনের পর প্রায় দুই বছর পার হয়ে গেলেও এই রাস্তা ও কালভার্ট কোনটাই মেরামতের উদ্যোগ নেয়নি ওই ইউপি চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দা আলী আশরাফ পাটোয়ারী বলেন, এই কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে গ্রামের মানুষের চলাচলে কষ্ট হয়। গ্রামের ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে ভোগান্তি পোহাতে হয়। এই কালভার্টটি মেরামত করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি ঠিক করে দিলে আমাদের ভোগান্তি কিছুটা হলেও কমত।

রাস্তাটি চলাচল করেন মনির হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, এই কালভার্টটি প্রায় ৩ বছর আগে ভেঙেছে। অল্প একটু ভাঙা থেকে আজ এর করুণ অবস্থা। শুরুতেই যদি ইউপি চেয়ারম্যান বা সংশ্লিষ্ট দপ্তরের কোন পর্যায় থেকে কালভার্টের সামান্য ভাঙা অংশ মেরামত করে দিত তাহলে আজ এই অবস্থা হতো না। এখন একটু বৃষ্টি হলেই আমাদের ছেলেমেয়েরা কীভাবে স্কুলে যাবে সে চিন্তায় থাকে সকল অভিভাবক। তাছাড়া রাতের অন্ধকারে তো খুবই ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। তাই আমাদের এই কালভার্টটি মেরামত করে দেওয়ার বা ছোট একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় গ্রামবাসী মাহবুব আলম মিলন বলেন, এখানে কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে আমাদের ছোট বড় সকলের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন থেকে ভাঙা রয়েছে। কেউ এটা নিয়ে ভাবেন না।

এই বিষয়ে জানতে চাইলে আদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাকিবুল হাসান লিমন বরাবরের মতো আশ্বাস দিয়ে বলেন, আমি এই বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে জানিয়েছি। খুব দ্রুত এই কালভার্টটির সংস্কারের কাজ শুরু করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

জবির প্রশাসনিক ভবনে তালা, টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

মার্কিন হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনি

সরকারের বিজ্ঞপ্তি / নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আ.লীগকে দায়ী করা হবে

বাংলাদেশকে নিয়ে ‘চাঞ্চল্যকর’ মন্তব্য করলেন মদন লাল

১০

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন

১১

ভারতের সাবেক হাই কমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামায়াত

১২

সভাপতির অসহযোগিতায় নিয়োগ স্থগিত : শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

নতুন পে-স্কেল নিয়ে সক্ষমতা যাচাইয়ের আহ্বান টিআইবির

১৪

অতীতে বিএনপি-জামায়াত সরকারে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয় নাই : চরমোনাই পীর

১৫

মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

১৬

সন্ধ্যা নদীতে নিখোঁজ কিশোর, ২৪ ঘণ্টা পর মিলল মরদেহ

১৭

জনগণের ভোটই ক্ষমতার উৎস :  মির্জা আব্বাস

১৮

দল ঘোষণার পরও বিশ্বকাপ বয়কটের নতুন বার্তা, খেলা জমিয়ে দিল পাকিস্তান

১৯

সৌদি আরবে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

২০
X