শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো :
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভাঙা কালভার্টে চরম ভোগান্তি, আশ্বাসে ক্ষান্ত ইউপি চেয়ারম্যান

রাস্তায় কালভার্টের মাঝখানে ভাঙা অংশ। ছবি : কালবেলা
রাস্তায় কালভার্টের মাঝখানে ভাঙা অংশ। ছবি : কালবেলা

কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রাম। একই ইউনিয়নের সোনাইমুড়ী থেকে পেরপেটি ও একবাড়িয়া (কোড্ডারার) রোড পর্যন্ত এই গ্রামসহ আশপাশের প্রায় চারটি গ্রামে যাতায়াত করার একমাত্র রাস্তাটি এই গ্রামের ভেতর দিয়ে গেছে। কিন্তু ভাঙা কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। কালভার্টটির মাঝামাঝি ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চলাচল করছে। এলাকাবাসীর দাবি, এই কালভার্টটি দ্রুত পুনঃসংস্কার বা ছোট একটি ব্রিজ নির্মাণ করা হলে তাদের চলাচলে আর ভোগান্তি পোহাতে হবে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামের মানুষের চলাচলের জন্য প্রায় ১০ বছর আগে একটি কালভার্ট তৈরি করে দেওয়া হয়। এই রাস্তাটি দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। কিন্তু নিম্নমানের কাজ করার কারণে প্রায় আড়াই বছর আগে কালভার্টটির মাঝামাঝি অংশে ভেঙে যায়। যার ফলে স্কুলের শিক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

এলাকাবাসী ও স্থানীয়রা জানায়, একাধিকবার রাস্তা এবং কালভার্ট মেরামতের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রাকিবুল হাসান লিমনেকে অবহিত করলেও তিনি আবেদনের কোন গুরুত্ব দেয়নি। পরবর্তীতে এলাকাবাসীদের জোর দাবিতে ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন নিজে এসে পরিদর্শন করেন এবং স্থানীয়দের আশ্বস্ত করেন যে, কালভার্টের সঙ্গে রাস্তা পাকা করার ব্যবস্থা করবেন। পরিদর্শনের পর প্রায় দুই বছর পার হয়ে গেলেও এই রাস্তা ও কালভার্ট কোনটাই মেরামতের উদ্যোগ নেয়নি ওই ইউপি চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দা আলী আশরাফ পাটোয়ারী বলেন, এই কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে গ্রামের মানুষের চলাচলে কষ্ট হয়। গ্রামের ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে ভোগান্তি পোহাতে হয়। এই কালভার্টটি মেরামত করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি ঠিক করে দিলে আমাদের ভোগান্তি কিছুটা হলেও কমত।

রাস্তাটি চলাচল করেন মনির হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, এই কালভার্টটি প্রায় ৩ বছর আগে ভেঙেছে। অল্প একটু ভাঙা থেকে আজ এর করুণ অবস্থা। শুরুতেই যদি ইউপি চেয়ারম্যান বা সংশ্লিষ্ট দপ্তরের কোন পর্যায় থেকে কালভার্টের সামান্য ভাঙা অংশ মেরামত করে দিত তাহলে আজ এই অবস্থা হতো না। এখন একটু বৃষ্টি হলেই আমাদের ছেলেমেয়েরা কীভাবে স্কুলে যাবে সে চিন্তায় থাকে সকল অভিভাবক। তাছাড়া রাতের অন্ধকারে তো খুবই ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। তাই আমাদের এই কালভার্টটি মেরামত করে দেওয়ার বা ছোট একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় গ্রামবাসী মাহবুব আলম মিলন বলেন, এখানে কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে আমাদের ছোট বড় সকলের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন থেকে ভাঙা রয়েছে। কেউ এটা নিয়ে ভাবেন না।

এই বিষয়ে জানতে চাইলে আদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাকিবুল হাসান লিমন বরাবরের মতো আশ্বাস দিয়ে বলেন, আমি এই বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে জানিয়েছি। খুব দ্রুত এই কালভার্টটির সংস্কারের কাজ শুরু করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১০

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১১

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১২

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১৩

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১৪

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

১৫

বিএনপির আরেক নেতাকে গুলি

১৬

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

১৭

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

১৮

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

১৯

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

২০
X