নোয়াখালীর প্রথিতযশা প্রবীণ সাংবাদিক বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক, চৌমুহনী সাংবাদিক ইউনিটি (বর্তমানে নোয়াখালী সাংবাদিক ইউনিটি) প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চৌমুহনী সংবাদদাতা শ্রী হরলাল ভৌমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শনিবার (১৫ জুন) ভোরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার চাকদহ পৌর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে খোকন ভৌমিকের স্ত্রী সুমি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে হরলাল ভৌমিক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। তার এ প্রয়াণে আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খায়রুজ্জামান কামাল ও নোয়াখালী জেলার সাংবাদিকরা।
মন্তব্য করুন