বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতং পাহাড়ে বেড়াতে গিয়ে ইফতেখারুল আহমেদ আবিদ নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) দিনগত রাত ১টা দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো সোলেমান আহমেদ।
মৃত পর্যটক ইফতেখারুল আহমেদ আবিদ বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিনের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই টিমে ১২ জন পর্যটক ছিল, তারা সবাই বাল্যবন্ধু। ইফতেখারুল আহমেদ আবিদ টাঙ্গাইল থেকে ও বাকি বন্ধুরা নারায়ণগঞ্জ থেকে বান্দরবান এসে সারাদিন বিভিন্ন পাহাড় ও ঝর্ণায় ঘোরাঘুরি করে। রাতে ইফতেখারুল আহমেদ আবিদ নামের একজন অসুস্থ হলে তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম শেখ জানান, রাতে এক পর্যটক আলীকদমের মারাইংতং পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই পর্যটকের মরদেহ লামা থানাকে বুঝিয়ে দেয়।
মন্তব্য করুন