বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ভয়াবহ ব্যাংক ডাকাতি, গ্রেপ্তার ৪

বগুড়ায় আইএফআইসি ব্যাংকে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়ায় আইএফআইসি ব্যাংকে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১০ লক্ষাধিক টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার হুকমাপুর গ্রামের জাহিদুল ইসলাম, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া গ্রামের বিমল রাজভড়, আদমদিঘী উপজেলার তালশন গ্রামের বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু ও সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের পাভেল।

পুলিশ সুপার বলেন, গত পাঁচ দিন ধরে বগুড়া এবং ঢাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত টাকার মধ্যে নগদ টাকা সর্বমোট ১০ লাখ ৮৫ হাজার ৯৪০ টাকা উদ্ধার এবং জাহিদুলের হেফাজত থেকে চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত ১২ জুন রাতে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। চোরের দল ব্যাংক ভবনের পেছন দিয়ে ঢুকে সিঁড়ি ঘরের তালা ও ব্যাংকের প্রবেশ গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে ব্যাংকের সিন্দুকে রাখা নগদ ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও বলেন, গত ১৩ জুন রাতে ওই ঘটনায় বগুড়া সদর থানায় চুরি মামলা দায়ের করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ ছাড়াও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে। এরপর ১৯ জুন থেকে তাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়।

তিনি বলেন, ব্যাংকে চুরির মূল পরিকল্পনাকারী জাহিদুল ইসলামকে ঢাকার দক্ষিণখান থেকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অপর ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, এক মাস আগে ব্যাংকের ওই উপশাখায় চুরির পরিকল্পনা করে। পরে বিভিন্ন সময় জাহিদুল ব্যাংকের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার রাতে ৫ জনের একটি দল চুরি করার জন্য মাটিডালী এলাকায় অবস্থান নেয়। রাত ২টার দিকে ৩ জন ব্যাংক ভবনটির তিন দিকে পাহারায় থাকে। পরে ভবনের পেছন দিক দিয়ে জাহিদুল ও বিমল রাজভর ভেতরে প্রবেশ করে এক ঘণ্টার মধ্যে চুরির কাজ শেষ করে। ওই ব্যাংকে রাখা একটি আবর্জনার ব্যাগে টাকাগুলো ভরে নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ব্যাংকে চুরির সঙ্গে ৫ জন জড়িত ছিল। তার মধ্যে ৪ জন গ্রেপ্তার হয়েছে। অপর একজন এখনো পলাতক। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১০

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১২

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৩

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৪

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৫

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৬

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৭

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৮

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৯

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

২০
X