একজন বিত্তবান যদি দুটি শিশুর দায়িত্ব নেয়, তাহলে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি, প্রতিপাদ্যে শিশুশ্রম নিরসন বিষয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী-সমৃদ্ধশালী এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার যে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, দুস্থ শিশুদের এড়িয়ে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে না।’
প্রতিমন্ত্রী বলেন, শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। কারণ এসব শিশুদের মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে রয়েছে। সুযোগ পেলে তারাও ভালো কিছু করবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন, যুগ্ম সচিব হাজেরা খাতুন ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন