নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে ফের আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে ফের আগুন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে ফের আগুন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রলারের ভেতরে থাকা তেল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। নৌযানটি আগুন লাগা অবস্থায় ভাসতে ভাসতে বুড়িগঙ্গা নদীর উপারে ঢাকার কেরানীগঞ্জ চলে যায়। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌযানে এ আগুন দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

তিনি জানান, বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিংয়ে কাজ করছিল। হঠ্যাৎ করে সন্ধ্যায় আবারও নৌযানটিতে আগুন ধরে। ট্রলারের ভেতরে তেল থাকায় থেমে থেমে আগুন ধরছে। আমরা এখনো নিয়ন্ত্রণে কাজ করছি। আমরা এরই মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছি।

এদিকে রাতে পরিদর্শনে এসে সাংবাদিকদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, নৌযানটিতে তেল থাকায় ফের আগুন ধরে। এটি নদীর উপারে চলে গেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

এর আগে দুপুর দেড়টায় সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ আগুনের সূত্রপাত। এ সময় আগুনে তেলের ড্রাম বিস্ফোরণে বিকট শব্দে কম্পিত হয়ে ওঠে।

ফায়ার সার্ভিসের ফতুল্লা, পাগলা, হাজীগঞ্জ, মন্ডলপাড়া ও সদরঘাটসহ ৯ ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।

ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারে কয়েকজন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। এ সময় সেখান থেকে হয়তো আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।

ঘটনাস্থল পরিদর্শনে এসে ইউএনও দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে কয়েক শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখান থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকিদের ব্যাপারে এখনো কোনো তথ্য জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোকিত মানুষ তৈরি করছে পাহাড়গাঁও পাঠাগার

মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা

রূপগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ, দগ্ধ ৩

‘একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে’

টানা কয়েকদিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ভারতের আগ্রাসী আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : পাকিস্তান

চাকরি দেওয়ার নামে পাঠানো হলো রাশিয়ার যুদ্ধে, খোঁজ নেই নাজিরের

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

দলে দলে ছাত্রদলে যোগ দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

১০

শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

১১

১৭-তেই কিংবদন্তি হওয়ার পথে ইয়ামাল!

১২

রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

১৩

এআইইউবিতে লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর অনুষ্ঠিত

১৪

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

১৫

রাবির রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

১৬

‘দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

১৭

খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক

১৮

‘শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটাতে দরকার ইসলামের শাসন’ 

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

২০
X