কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আরও ২ মামলা

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। পুরোনো ছবি
শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। পুরোনো ছবি

বিধি না মেনে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে গত তিন দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদক সূত্রে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউকের ৮ কর্মকর্তা, আর জয়কে নিয়ে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

এ নিয়ে বিগত তিন দিনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৬টি মামলা করেছে সংস্থাটি। প্রথমবারের মতো দুদকের মামলার আসামি হলেন সজীব ওয়াজেদ জয়।

এর আগে, সোমবার (১৩ জানুয়ারি) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছিলেন, রাজউক থেকে পূর্বাচলে প্লট গ্রহণের অভিযোগে শেখ হাসিনাসহ শেখ রেহানা, রেদোয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক।

মামলার সুপারিশে শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় এ মামলা করা হয়েছে।

বাকি আসামিরা হলেন, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ (পুতুল), জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক-এর সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, রাজউক-এর সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, রাজউক-এর সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, রাজউক-এর সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, রাজউক-এর সাবেক সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জি. (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউক-এর উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. হাফিজুর রহমান, রাজউক-এর উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাবিবুর রহমান, রাজউক-এর পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম এবং রাজউক-এর সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ওই ব্যক্তিদের প্রভাবিত করে ও ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইনমতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সায়মা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে এবং অভিযোগ সংশ্লিষ্ট সায়মা ওয়াজেদ প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রিমূলে প্লট গ্রহণ করে, প্রতারণামূলক অবৈধ পারিতোষিক গ্রহণ ও প্রদান ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা বর্ণিত আসামিগণ পরস্পর যোগসাজশে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দণ্ডযোগ্য অপরাধ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের সাবেক কাউন্সিলর রেখা আলম আটক

আগামীর বাংলাদেশ হবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত : জিলানী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

দেশের সব সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই : সারজিস

‘শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়েছে ভারত’

মাত্র ১৪ দিন চিনি না খেলে ঘটবে আশ্চর্যজনক পরিবর্তন!

গাজীপুরের সাবেক ডিআইজি মোল্যা নজরুল আটক

শিরোপা ধরে রেখে দলের সবাইকে আইফোন দিল বরিশাল

ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক

বগুড়ায় জাসদ অফিসের জায়গায় ‘আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

১০

গাজায় যুদ্ধবিরতি / ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্ত

১১

যবিপ্রবিতে মিছিল ও সমাবেশ নিষিদ্ধ

১২

ঢামেকে ভর্তির সুযোগ পাওয়া আল আমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৩

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে আজহারীর স্ট্যাটাস

১৪

নিখোঁজের চার দিন পর ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

১৫

ইসরায়েলকে ৭৪০ কোটি ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবু সাঈদের মৃত্যুর দিন বন্ধ থাকবে বেরোবি

১৭

ছাত্রীর সঙ্গে প্রেম করে বিয়ে না করায় নোবিপ্রবি শিক্ষক বরখাস্ত

১৮

‘ঋণের ভারে রুগ্ন তিন-চতুর্থাংশ হিমাগার’

১৯

নয়াদিল্লির লড়াইয়ে বিজেপির ছক্কা, আপের বিদায়

২০
X