আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ নম্বর গেটের সামনে থেকে দুইটি ‘ককটেলসদৃশ’ বস্তু উদ্ধার করা হয়েছে।
রোববার (১ জুন) ভোর ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ভোর ৫টা থেকে ৬টার দিকে শিশু একাডেমির পাশে ফুটপাতের ওপর (অপরাধ ট্রাইব্যুনালের গেটের কাছে) ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ককটেলের ভেতর যেসব জিনিস থাকে, তাতে সেসব ছিল না।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন