বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেনি আদালত। আজ মঙ্গলবার গাজীপুর আদালতে তার জামিন আবেদন করা হলে আদালত এই আদেশ দেন। বিষয়টি সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার কালবেলাকে নিশ্চিত করেছেন।
তাসলিমা আখতার বলেন, গত ১৪ নভেম্বর মজুরি আন্দোলনে নিহত শ্রমিক পরিবার ও স্বজনদের সঙ্গে এবং গাজীপুরের কর্মীদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সাংগঠনিক সিদ্ধান্তে আমাদের সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে গাজীপুর পাঠাই। ওই দিন তিনি নিখোঁজ হন। এর পর জানতে পারি তাকে গাজীপুর মহানগরীর গোয়েন্দা পুলিশ আট করে। পরে থানা থেকে জেলে পাঠানো হয় এবং ১ দিনের রিমান্ড দেওয়া হয়। আজ তার জানিন আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট আদাল মঞ্জুর করেননি। আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিব। এ ছাড়া আগামী শুক্রবার জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি থাকবে।
তিনি জানান, গাজীপুরের শ্রমিক আন্দোলনের সময় যানবাহনে আগুন দেওয়ার একটি বানোয়াট মামলায় বাবুল হোসেনকে অন্যায়ভাবে আটক রাখা হচ্ছে।
তাসরিমা আখতার বলেন, আটক করে, গুম করে, ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র শ্রমিকদের আন্দোলন দমন করতে চাইছে। তিনি অবিলম্বে বাবুল হোসেনের মুক্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন