সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় গরু ডাকাতি, গ্রেপ্তার ৬

গ্রেপ্তারকৃত ডাকাত চক্রের ছয় সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত ডাকাত চক্রের ছয় সদস্য। ছবি : কালবেলা

আশুলিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থামিয়ে ২১টি গরু ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ৭টি গরু ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বাইপাইল এলাকায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির।

এর আগে গত ২৯ অক্টোবর জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বেলুটিয়া পশ্চিম পাড়া এলাকার মো. তোফাজ্জল হোসেন ওরফে ভাঙ্গারী বাবু (২৮), একই এলাকার মো. কোরবান আলী (২৫), একই থানার দেওয়ান টাইটা এলাকার মো. আল আমিন শেখ (৩০) ও তারুটিয়া এলাকার মো. শহিদুল (৩৬), আশুলিয়ার কলতাসুতি বারল এলাকার মো. সজিব (২১) ও মো. শিবলু আহম্মেদ (২০)।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. শহিদুল এনাম রাসেল চট্টগ্রামের মিরসরাইয়ের গরিয়াইশ এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাজশাহীর সিটিহাট থেকে ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২১টি গরু কেনেন ভুক্তভোগী ব্যবসায়ী। এরপর ট্রাকযোগে গরুগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এরমধ্যে গাড়ি আশুলিয়ার চন্দ্রা-নবীনগর মহাসড়কের বলিভদ্র ফিনিক্স স্পিনিং মিলের সামনের সড়কে পৌঁছালে একটি নম্বরবিহীন নীল রংয়ের মিনি ট্রাক নিয়ে অজ্ঞাত ১৫/১৬ জন ডাকাত ভুক্তভোগীর গরুর ট্রাকের সামনে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে চালক, হেলপার ও রাখালকে নামিয়ে নিজেদের ট্রাকে উঠিয়ে রশি ও গামছা দিয়ে তাদের চোখ বেঁধে ফেলে।

যদিও কৌশলে রাখাল পালিয়ে যায়। একপর্যায়ে ডাকাতরা গরু ভর্তি ট্রাক নিয়ে গাজীপুরের দিকে চলে যায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গত ২৯ অক্টোবর আশুলিয়া থানায় একটি মামলা (নম্বর-৭৯) করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্তের মধ্য দিয়ে ছয় ডাকাত শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তারদের দেওয়া তথ্যে ডাকাতি করা ৭টি গরু, ট্রাক ও ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়।

এএসপি মো. শাহিনুর কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানায়। তাদের দলের প্রধান পলাতক। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার ও গরু উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল 

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক 

ইবি ছাত্রের রহস্যজন্যক মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রশিবিরের টর্চ মিছিল

বাঙলা কলেজ শিক্ষার্থী শহীদ সাগরের মৃত্যুবার্ষিকী আজ

কেশবপুরে ৩১ দফার প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা 

ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্বপ্ন গড়ার সূতিকাগার

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

গণঅভ্যুত্থান মেহনতি মানুষের কষ্ট লাঘব করেনি : সাইফুল হক 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট

১০

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

১১

এবার পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

১২

বৃষ্টির দেখা নেই, আমন চাষে বিপাকে কৃষক

১৩

প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় কারা সুযোগ পাবে, বাছাই হবে যেভাবে

১৪

হাসপাতালের লিফটের নিচে পড়ে ছিল রোগীর অর্ধগলিত লাশ

১৫

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

১৬

নির্বাচন পেছাতে ‘সংস্কার-বিচারের’ নামে এখনো ষড়যন্ত্র চলছে : আমিনুল হক

১৭

ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

১৮

সরকার উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান

১৯

জুলাই আন্দোলনে শহীদ তিন পরিবারে কান্না থামেনি আজও

২০
X