ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে অ্যাম্বুলেন্স ব্যবহার করে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে তিনজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর পৌনে ৫টায় জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পিএইচপি নামক স্থান থেকে তাদের আটক করেছে হাইওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টায় উপজেলার ঘোপাল ইউনিয়নের পিএইচপি স্থানে ডাকাতির প্রস্তুতিকালে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়।
আটকরা হলেন- সোনাগাজী উপজেলার আমিরাবাদের মো. রিফাত (২২), লক্ষ্মীপুর গ্রামের মো. রাসেল (২৩) এবং শাহাদাত (২৪)।
বিষয়টি নিশ্চিত করে মুহুরিগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. জাকারিয়া জাকির জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন