মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার নিখোঁজ সেই পরিবারের তিনজন ‘জঙ্গি’ সন্দেহে গ্রেপ্তার 

কুলাউড়ায় জঙ্গিবিরোধী অভিযানে আটকৃতরা। ছবি : সংগৃহীত
কুলাউড়ায় জঙ্গিবিরোধী অভিযানে আটকৃতরা। ছবি : সংগৃহীত

স্ত্রী-মেয়েসহ বাড়ি ছেড়েছিলেন সাতক্ষীরার শরিফুল। স্বজন ও এলাকাবাসীরা জানত তারা ‘নিখোঁজ’। সেই শরিফুল এবার ‘জঙ্গি’ সন্দেহে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় এক জঙ্গি আস্তানা ঘিরে গত শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সেই অভিযানে গ্রেপ্তার ১০ জনের মধ্যে শরিফুল, তার স্ত্রী আমেনা বেগম (৪০) এবং মেয়ে হাবিবা বিনতে শরিফুলও (২০) রয়েছেন বলে জানা গেছে।

শরিফুল মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। রিকশা, সাইকেল ও ভ্যান মেরামতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন শরিফুল।

শরিফুলের মা বৃদ্ধা ছবিরন বিবি জানান, ‘তার তিন ছেলেমেয়ের মধ্যে শরিফুল সবার ছোট। ধার-দেনা থাকায় তার দুটি গরু বিক্রি করতে হয়েছে। ছেলে কোথায় গেছে তা তিনি জানেন না। কয়েকদিন ধরে তিনি ‘নিখোঁজ’।’

শরিফুলের প্রতিবেশীরা জানান, বেশ কিছুদিন আগেও সে তালা-পাইকগাছা সড়কের পাশে রিকশা, সাইকেল ও ভ্যান মেরামতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। হঠাৎ করেই তিনি স্ত্রী ও কন্যাসহ বাড়ি থেকে চলে যায়।

প্রতিবেশী আব্দুল খালেক বলেন, গত ২৪ জুলাই শরিফুল তার কাছে একটি গাভি-বাছুরসহ বিক্রি করেন। পরদিন ২৫ জুলাই শরিফুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যান। বাড়ি ছাড়ার আগে সে সিরাজগঞ্জে যাচ্ছেন বলে জানিয়েছিল।

শরিফুলের আত্মীয় মো. মোস্তাফিজুর রহমান তিতু বলেন, দক্ষিণ নলতা গ্রামের তালা-পাইকগাছা সড়কের পাশে তার একটি সাইকেল ও রিকশাভ্যান মেরামতের দোকান আছে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার জানা গেছে মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ধরা পড়েছেন তিনি।

খলিলনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড (দক্ষিণ নলতা গ্রাম)-এর ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, শরিফুলের ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানেন না। শনিবারই শুনেছেন, জঙ্গি আস্তানা থেকে শরিফুল আটক হয়েছে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, শরিফুল ইসলাম কিংবা তার পরিবারের সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানা যায়নি। জমি বন্ধক ও গরু বিক্রি করে ২৫ জুলাই এলাকা ছেড়েছেন তিনি। তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি কারাগারে থাকা জামাতাকে জামিনে মুক্ত করতে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তাদের সম্পর্কে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল পর্যন্ত মৌলভীবাজারের কুলাউড়া থানার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি এলাকায় সীমান্তবর্তী একটি টিলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি।

‘অপারেশন হিলসাইট’ নামের এই অভিযানে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন এক জঙ্গি সংগঠনের প্রধানসহ ১০ জনকে আটকের কথা জানানো হয়। তার মধ্যে চারজন পুরুষ এবং ছয়জন নারী। এ ছাড়া তিন শিশুও ছিল।

অভিযানে তিন কেজি বিস্ফোরক, ৫০টি ডেটোনেটর, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা, জঙ্গি প্রশিক্ষণের সামগ্রীও উদ্ধারের কথা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১১

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১২

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৩

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৪

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৫

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৬

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৭

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৮

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

১৯

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

২০
X