সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার নিখোঁজ সেই পরিবারের তিনজন ‘জঙ্গি’ সন্দেহে গ্রেপ্তার 

কুলাউড়ায় জঙ্গিবিরোধী অভিযানে আটকৃতরা। ছবি : সংগৃহীত
কুলাউড়ায় জঙ্গিবিরোধী অভিযানে আটকৃতরা। ছবি : সংগৃহীত

স্ত্রী-মেয়েসহ বাড়ি ছেড়েছিলেন সাতক্ষীরার শরিফুল। স্বজন ও এলাকাবাসীরা জানত তারা ‘নিখোঁজ’। সেই শরিফুল এবার ‘জঙ্গি’ সন্দেহে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় এক জঙ্গি আস্তানা ঘিরে গত শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সেই অভিযানে গ্রেপ্তার ১০ জনের মধ্যে শরিফুল, তার স্ত্রী আমেনা বেগম (৪০) এবং মেয়ে হাবিবা বিনতে শরিফুলও (২০) রয়েছেন বলে জানা গেছে।

শরিফুল মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। রিকশা, সাইকেল ও ভ্যান মেরামতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন শরিফুল।

শরিফুলের মা বৃদ্ধা ছবিরন বিবি জানান, ‘তার তিন ছেলেমেয়ের মধ্যে শরিফুল সবার ছোট। ধার-দেনা থাকায় তার দুটি গরু বিক্রি করতে হয়েছে। ছেলে কোথায় গেছে তা তিনি জানেন না। কয়েকদিন ধরে তিনি ‘নিখোঁজ’।’

শরিফুলের প্রতিবেশীরা জানান, বেশ কিছুদিন আগেও সে তালা-পাইকগাছা সড়কের পাশে রিকশা, সাইকেল ও ভ্যান মেরামতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। হঠাৎ করেই তিনি স্ত্রী ও কন্যাসহ বাড়ি থেকে চলে যায়।

প্রতিবেশী আব্দুল খালেক বলেন, গত ২৪ জুলাই শরিফুল তার কাছে একটি গাভি-বাছুরসহ বিক্রি করেন। পরদিন ২৫ জুলাই শরিফুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যান। বাড়ি ছাড়ার আগে সে সিরাজগঞ্জে যাচ্ছেন বলে জানিয়েছিল।

শরিফুলের আত্মীয় মো. মোস্তাফিজুর রহমান তিতু বলেন, দক্ষিণ নলতা গ্রামের তালা-পাইকগাছা সড়কের পাশে তার একটি সাইকেল ও রিকশাভ্যান মেরামতের দোকান আছে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার জানা গেছে মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ধরা পড়েছেন তিনি।

খলিলনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড (দক্ষিণ নলতা গ্রাম)-এর ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, শরিফুলের ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানেন না। শনিবারই শুনেছেন, জঙ্গি আস্তানা থেকে শরিফুল আটক হয়েছে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, শরিফুল ইসলাম কিংবা তার পরিবারের সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানা যায়নি। জমি বন্ধক ও গরু বিক্রি করে ২৫ জুলাই এলাকা ছেড়েছেন তিনি। তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি কারাগারে থাকা জামাতাকে জামিনে মুক্ত করতে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তাদের সম্পর্কে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল পর্যন্ত মৌলভীবাজারের কুলাউড়া থানার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি এলাকায় সীমান্তবর্তী একটি টিলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি।

‘অপারেশন হিলসাইট’ নামের এই অভিযানে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন এক জঙ্গি সংগঠনের প্রধানসহ ১০ জনকে আটকের কথা জানানো হয়। তার মধ্যে চারজন পুরুষ এবং ছয়জন নারী। এ ছাড়া তিন শিশুও ছিল।

অভিযানে তিন কেজি বিস্ফোরক, ৫০টি ডেটোনেটর, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা, জঙ্গি প্রশিক্ষণের সামগ্রীও উদ্ধারের কথা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

আইসিসিকে ক্ষতির মুখে ফেলতে যে ‘ছক’ কষছে পাকিস্তান

জামায়াতের ৩ নেতা গেলেন ইসিতে

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার 

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

স্বস্তিকার আক্ষেপ

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

১০

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

১১

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

১২

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

১৩

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

১৪

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৫

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

১৬

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব : ফয়জুল করীম

১৭

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

১৮

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

১৯

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

২০
X