মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একজনকে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে এক খুদে বার্তায় র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব বলছে, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। সেখানে বন্দিদশায় নির্যাতনের ফলে একজনের নির্মম মৃত্যু হয়। ঘটনায় দায়ী আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা মো. ইসমাইলকে তার ২ সহযোগীসহ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ওই যুবকদের মিয়ানমারের কোথায় আটকে রাখা হয়েছিল, কারা এই মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত, কত টাকা তারা আত্মসাৎ করেছে, এসব বিস্তারিত তথ্য আজই দুপুর সাড়ে ১২টায় কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন