ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি ৩৬ ভর্তিচ্ছু

পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। পুরোনো ছবি
পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হবে এই পরীক্ষা।

এবার এই ইউনিটে এক হাজার ৫০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৬৮২ টি। এ হিসাবে প্রতি আসনের জন্য লড়াই করছেন ৩৫.৮৯ অর্থাৎ প্রায় ৩৬ জন শিক্ষার্থী।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকাল ১১.১৫টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

সময়সূচি অনুযায়ী ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ (শুক্রবার) এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

একমাত্র ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়। অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যুদ্ধ বন্ধ চান বাইডেন, দিলেন ৩ স্তরের পরিকল্পনা প্রস্তাব

আ.লীগ নেতার উদ্দেশে ছোঁড়া গুলি কলেজছাত্রের পায়ে

‘খামারিদের পাশে নেই অধিদপ্তর, ঘুষ ছাড়া মেলে না পশুর চিকিৎসা’

নিয়োগ দেবে ভিস্তা, আবেদন করুন অনলাইনে

নীরবে লাগামহীন আদা-রসুনের বাজার

র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

প্রেমিকা খুঁজে দিতে দিল্লি পুলিশের কাছে আবেদন, অতঃপর…

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১০ জুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত

নবীনদের চাকরি দেবে যমুনা গ্রুপ, বেতন ১৫ হাজার

১০

সাতক্ষীরায় মরা গরুর মাংস বিক্রি

১১

৩০ পদে চাকরি দেবে এসিআই গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১২

গরুর খামার করেই পাঁচতলা বাড়ির মালিক সোলাইমান

১৩

৩০ জুনেই হবে এইচএসসি পরীক্ষা

১৪

মালাইকা অর্জুনের সম্পর্ক ভাঙেনি

১৫

বেনাপোল-মোংলা কমিউটার ট্রেনের যাত্রা শুরু

১৬

কী থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে!

১৭

পিটের নাম বাদ দিতে মেয়ের আইনি পদক্ষেপ

১৮

জয়-পরাজয় ছাপিয়ে স্পটলাইটে রোনালদোর কান্না

১৯

রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২০
X