তীব্র বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধকালীন হঠাৎ বৃষ্টি শুরু হলে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে আসে। পরে সেটি ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার অতিক্রম করে কিছুদূর অগ্রসর হয়ে পুনরায় প্রধান ফটক এলাকায় অবস্থান নেন।
এ সময় ৩০ মিনিট ধরে সড়কটি অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ দিকে অবরোধ চলাকালীন হঠাৎ বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলে শুরু হলে তা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোল চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে গত ২ জুলাই ও ৪ জুলাই সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের প্রেক্ষিতে গত ৫ জুন পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই রায়ের পর থেকে আবারও কোটা সংস্কার আন্দোলনে নেমে পড়েন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে গত ৯ জুন উচ্চ আদালতের আপিল বিভাগে এ রায় স্থগিতের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। সর্বশেষ গত ৪ জুলাই এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ সময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে আপিল করার নির্দেশ দেন আদালত।
মন্তব্য করুন