রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে সব ধরনের নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : রাবিতে ১১৩ কোটি টাকার অডিট আপত্তি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘আমি ই-মেইলের মাধ্যমে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।’
আরও পড়ুন : রাবির ১১ আবাসিক হলের ৫ শতাধিক সিট বেদখল
২০২০ সালে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই বছরের ১০ ডিসেম্বর রাবির সব ধরনের নিয়োগ স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
ওই সময় আরেকটি চিঠিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নতুন নীতিমালা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় মন্ত্রণালয়। সেই নির্দেশনা অনুসারে গত বছরের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করে বর্তমান প্রশাসন।
মন্তব্য করুন