শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি শ্বিবিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

পরে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে সড়ক অবরোধ করে কোটা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা গানে গানে কোটার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে।

কোটা বৈষম্যবিরোধী বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগানে উত্তাল হয়ে পড়ে শাবিপ্রবি ক্যাম্পাস। ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো, কোটা না মেধা, মেধা মেধা, হাইকোর্টের রায় মানি না মানব না, কোটা বাতিল করো, বাতিল করো, ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানের মাধ্যমে কোটা প্রথা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালে সারা দেশের শিক্ষার্থীরা চাকরিতে অন্যায্য ও অযোক্তিক কোটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। তার পরিপ্রেক্ষিতে ওই বছরের ৪ অক্টোবর নবম থেকে ১৩তম গ্রেডে কোটা বাতিল করে মেধাভিত্তিক কোটা চালু করেন।

কিন্তু অত্যন্ত হতাশার বিষয় গত ৫ মে মহামান্য হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা পূণর্বহালের রায় দিয়েছেন। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই দেশে এ বৈষম্যমূলক কোটা অযৌক্তিক।

তারা আরও বলেন, যুদ্ধ শেষ হয়ে অর্ধশতক পেরিয়েছে। আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখনো সেই কোটা প্রথা শেষ হলো না। স্বাধীন দেশে কোটা দিয়ে মানুষের পার্থক্য না করে সরকারের উচিত কোটামুক্ত দেশ গড়া। আমরা এত কষ্ট করে পড়াশোনা করে শিক্ষিত হয়ে লাভ কি যদি এ দেশে একটা ভালো চাকরি না পাই।

দিনদিন যুবসমাজে বেকারের সংখ্যা বাড়ছে। কোটার নামে এ দেশকে অচল করে ফেলা হচ্ছে। আমাদের দাবি ২০১৮ সালের পরিপত্র পূণর্বহাল করে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বাতিল করা হোক। যতক্ষণ না সরকার মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

১০

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

১১

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

১২

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

১৩

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

১৪

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

১৫

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

১৬

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

১৭

দুলাভাই-শ্যালকের ঋণ শোধ করে দিল হাঁস

১৮

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

১৯

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

২০
X