সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার মধ্যেই সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু

সিলেটে বন্যার মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। ছবি : কালবেলা
সিলেটে বন্যার মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। ছবি : কালবেলা

সিলেটে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। পরে কিছু কেন্দ্রে পরীক্ষার্থীরা সময়মতো আসতে না পারায় তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় গত ৩০ জুনের পরিবর্তে ৯ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়।

এবারের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের কেন্দ্রে আসায় যেমন ছিল দুর্ভোগ তেমনি অভিভাবকদের ছিল অতিরিক্ত উৎকণ্ঠা।

এর মধ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুশ্চিন্তায় আছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। অভিভাবকরা বলছেন, ঘরে পানি প্রবেশের কারণে ছেলেমেয়েরা ঠিকমতো পড়ালেখা করতে পারেনি। পরীক্ষায় কী আসবে, কী লিখবে তারা সবই অনিশ্চিত।

পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত সিলেটের বেশ কয়েকটি কেন্দ্রে বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। এরমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকসহ ক্যাম্পাসে ও বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পানি রয়েছে। তবে, বন্যার কারণে বিভিন্ন কেন্দ্রের ভেন্যু শেষ দিন পরিবর্তন করা হয়।

জানা যায়, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের চার জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। গত ৩০ জুন ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বন্যার কারণে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিলেট বিভাগে। প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়েই সিলেট বিভাগে মূলত এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষা বোর্ড-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের চার জেলা। পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছেন। এরমধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী।

জেলা অনুযায়ী, সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, কলেজের প্রবেশ পথে পানি রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তায় বালুর বস্তা দেওয়া হয়েছে। কয়েকটি শ্রেণিকক্ষে পানি রয়েছে। তবে সেগুলোতে পরীক্ষার হল রাখা হয়নি।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল কালবেলাকে বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এখন। কেন্দ্রের আশপাশে পানি থাকলেও কেন্দ্রের মধ্যে কোনো পানি নেই। যে কয়েকটি পরীক্ষা ভ্যেনুতে পানি রয়েছে সেগুলো বদল করে অন্য ভেন্যুতে পরীক্ষা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সার্বিক দিক বিবেচনা করে মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে। যদি আর পরীক্ষা পেছানো হয় তাহলে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে না সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা। ওই পরীক্ষাগুলোর সময় তো আর বদল করা যাবে না। আমরা এরইমধ্যে সব উপজেলার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরীক্ষা কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি জেনেছি।

উল্লেখ্য-গত ২৯ মে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা দেখা দেয়। ৮ জুনের পর বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। সর্বশেষ ১৭ জুন শুরু হওয়া টানা বৃষ্টিতে সিলেটে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির তৈরি হয়। এতে সিলেট নগরীর ২৪টি ওয়ার্ডসহ ১৩টি উপজেলা ও সুনামগঞ্জের ১৩টি উপজেলা কমবেশি প্লাবিত হয়। এ অবস্থায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগের এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল: বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

৮ কুকুরছানা হত্যার ঘটনায় সেই নারী গ্রেপ্তার

দাম কমল স্বর্ণের, কত দরে বিক্রি হচ্ছে আজ

৭ বছরের প্রেমে মজে কাকে বিয়ে করলেন নির্মাতা আরিয়ান?

কারখানা সিলগালা / ফিটকিরি, সোডা ও হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি

এক নজরে ২০২৫ সালে ছক্কা হাঁকানোয় বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

শাহরুখ-সালমানের ধারেকাছেও নেই আমার পারিশ্রমিক: মনোজ

ইউরোপ এখন ইউক্রেন যুদ্ধ থামাতে বাধা দিচ্ছে, অভিযোগ পুতিনের

১০

ল্যাপটপকে দীর্ঘদিন টিকিয়ে রাখার ৫ টিপস

১১

চীনে গড় আয়ু বেড়ে ৭৯ বছর

১২

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

১৩

পরীক্ষা বন্ধের উসকানি : প্রাথমিকের ৩ শিক্ষকের বিরুদ্ধে নোটিশ

১৪

ব্যস্ত সড়কে ৬ বছর ধরে বেলালের নীরব প্রতিবাদ

১৫

১৭ ঘণ্টার ব্যবধানে এক পরিবারে ৩ জনের মৃত্যু

১৬

নীরবে আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে যে ১২ অভ্যাস

১৭

ঢাকায় শীতের আমেজ

১৮

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

১৯

আজ পীরগঞ্জ হানাদারমুক্ত দিবস

২০
X