বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
ববি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কোটা বাতিলের দাবিতে বরিশালে দুই মহাসড়ক অবরোধ

কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

বরিশালে দুই ধাপে ‘বাংলা ব্লকেড’ করে রেখেছেন কোটাবিরোধী আন্দেলনকারী শিক্ষার্ধীরা। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত বরিশালের নতুল্লাবাদ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন ব্রজমোহন কলেজ ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। আর দ্বিতীয়ধাপে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ব্লকেড ও পরে প্রতিবাদী মশাল মিছিল বের করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার ব্রজমোহন কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই ধাপের এই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হয়। এ সময় একদফা দাবিতে বৈষম্যমূলক সব কোটা বাতিল প্রস্তাব রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

ব্রজমোহন কলেজের (বিএম) হুজাইফা রহমান বলেন, আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কার বা বাতিল চাই। সারা বাংলার শিক্ষার্থীরা একযোগে এ দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছে।

আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ বলেন, বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ যৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ৩টায় বিক্ষোভ মিছিল করে রাস্তা অবরোধ করে রাখেন।

আন্দোলন সফল করতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে পাঠদান ও পরীক্ষা বর্জনের ডাক দেন একাধিক বিভাগের শিক্ষার্থীরা।

দর্শন বিভাগের নিবেদিকা দাস বলেন, বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আমরা সবসময় আন্দোলন করছি। এই কোটা ব্যবস্থার কারণে প্রত্যেক বছর দেশ ছাড়ছে হাজারো মেধাবী শিক্ষার্থী। আমরা দ্রুত এ কোটা পদ্ধতির সংস্কার চাই।

এদিকে সড়ক অবরোধে সব যানবাহন আটকে পড়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। পটুয়াখালী থাকা আসা এক যাত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে রাখলে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকে অসুস্থ হয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে এ আন্দোলনের একটা সমাধান দরকার। যাতে সাধারণ জনগণের ভোগান্তি কমে।

বিশ্ববিদ্যালয়ের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের মো. জাহিদুল ইসলাম, আইন বিভাগের শহিদুল ইসলাম ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিফাত। আর বিএম কলেজের আন্নান উদ্দিন, মোস্তাফিজুর রহমান, এস এম হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১০

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১১

বিজয় থালাপতি এখন বিপাকে

১২

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৩

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৪

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৫

সুর নরম আইসিসির

১৬

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৭

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৮

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৯

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

২০
X