কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ।

জানা গেছে, বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে এ সংঘর্ষ শুরু হয়।

পরে বিকাল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। এ সময় রাবার বুলেট-টিয়ারশেল নিক্ষেপ শুরু করলে ঘটনাস্থলেই আহত হন বেশ কয়েকজন।

এর আগে বেলা পৌনে ১টার দিকে ক্যাম্পাসে সাঁজোয়া যানসহ প্রায় শতাধিক পুলিশ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে অবস্থান নেন। আন্দোলনকারীরাও ওই সড়কে পুলিশের বিপরীতে অবস্থান নেন। এ ছাড়া বেলা ২টার দিকে ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিকেল ৪টার মধ্যে শিক্ষাথীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা। এ সময় তারা প্রশাসনিক ভবনের উভয় ফটকে তালা ঝুলিয়ে উপাচার্য, রেজিস্ট্রার, সিন্ডিকেট সদস্য এবং একাধিক শিক্ষককে অবরুদ্ধ করে শহীদ মিনার সংলগ্ন সড়কে অবস্থান নেয়। পরে বিকেল সোয়া ৫টায় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করলে ছত্রভঙ্গ হয়ে তারা হলের দিকে দৌড়াতে থাকে।

উস্কানি ছাড়াই পুলিশ হামলা শুরু করেছে অভিযোগ করে এক আন্দোলকারী জানান, দুপুর থেকেই পুলিশ আমাদের মুখোমুখি অবস্থান নেয়। বিকেল সোয়া ৫টার দিকে কোনোরকম উস্কানি ছাড়াই পুলিশ আমাদের ওপর হামলা শুরু করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশ আন্দোলনকারীদের ওপর এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলমগীর কবির বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে হল না ছাড়লে আমরা কোনো দায় নেব না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমার পক্ষে ঘটনাস্থলে যাওয়া সম্ভব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে ৫ সদস্যের কমিটি

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

১০

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

১১

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

১২

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

১৩

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৪

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১৫

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১৬

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

১৮

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

১৯

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

২০
X