পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লোগো। ছবি : সংগৃহীত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লোগো। ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের জন্য প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধসহ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ১৩ দফা দাবি পেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শিক্ষার্থীদের ১৩ দফা দাবিগুলো হলো

১। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাসে সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি (ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী) নিষিদ্ধ ঘোষণা করে অফিস আদেশ জারি করতে হবে। ২। দ্রুত সময়ে ক্লাস, পরীক্ষার তারিখ ঘোষণা ও আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ৩। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, পরিবহন পুলের প্রশাসক, ক্যাফেটেরিয়া প্রশাসক, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালককে বদলি করতে হবে। ৪। দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠন ও নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মাসিক মতবিনিময় সভা করতে হবে। ৬। মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। ৭। নামাজের বিরতি (জোহরের নামাজ) রেখে ক্লাস রুটিন প্রণয়ন এবং মসজিদে মেয়েদের নামাজের স্থান সংস্কার করতে হবে। ৮। যে সব বিভাগে এখনো সেশনজট বিদ্যমান, সে সব বিভাগে সেশনজট নিরসনে প্রতি সেমিস্টার তিন (০৩) মাসের মধ্যে শেষ করতে হবে। ৯। ক্লাস চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। ১০। বিশ্ববিদ্যালয়ের সব বিজ্ঞাপন ক্যাম্পাস সাংবাদিকদের মাধ্যমে দিতে হবে। যে সব পত্রিকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ দেবে না, সে সব পত্রিকায় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে হবে। ১১। ক্যাম্পাস থেকে রাতের শেষ বাস ছেড়ে যাওয়ার সময় অবদি লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া খোলা রাখতে হবে। ১২। নির্মাণাধীন আবাসিক হল, একাডেমিক ভবনের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে চালু করতে হবে। ১৩। অতি দ্রুত সময়ের মধ্যে সমাবর্তনের আয়োজন করতে হবে।

উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, ‘আমরা আগামী ২৪ ঘণ্টার ভেতরে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি। ম্যাম এ কাজটি আমাদের দ্রুত করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে আমরা আগামী ২৪ ঘণ্টার ভেতরে রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, পরিবহন পুলের প্রশাসক, ক্যাফেটেরিয়া প্রশাসক, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকে বদলি করার আলটিমেটাম দিয়েছি। তবে উপাচার্য ম্যাম এখন প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক এবং পরিবহন পুলের প্রশাসককে পরিবর্তন করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং বাকিগুলো পর্যায়ক্রমে করে দেওয়ার কথা জানিয়েছেন।’

শিক্ষার্থীদের সঙ্গে আলাপ শেষে উপাচার্য বলেন, আমি দাবি-দাওয়াগুলো মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছি। তবে সব দাবি একসঙ্গে পূরণ করতে পারব না। পর্যায়ক্রমে দাবি-দাওয়াগুলো পূরণ করতে চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে

কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুর্বৃত্তরা

বন্ধুত্বের টানে যশোরে কোরিয়ান নাগরিক সিমকো 

হিরো আলমকে হত্যাচেষ্টায় জামিন পেলেন ম্যাক্স অভি

হাসনাত-সাদিকসহ অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন যারা

গতি বাড়াতেই বিচ্ছিন্ন হয় বগি, শব্দ পেয়ে ট্রেন থামালেন চালক

দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় যা বললেন আলোচিত ফয়জুল হক

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার 

সিনেমার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

১০

আজও কমলো স্বর্ণ ও রুপার দাম

১১

চমকে দিলেন ফারিণ

১২

সাগরের ৩৯২ মিটার গভীরে কী বানাচ্ছে নরওয়ে

১৩

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

১৪

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

১৫

সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

১৬

কনার রহস্যজনক পোস্ট

১৭

অস্ট্রেলিয়ায় প্রথম শতকের দেখা পেলেন রুট

১৮

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

১৯

আইজিপিকে সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ

২০
X