বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ

ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। ছবি : কালবেলা
ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য, প্রক্টরসহ ১৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম ও জনসংযোগ বিভাগের উপপরিচালক ফয়সল আহমেদ রুমি।

পদত্যাগকৃতরা হলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।

এছড়াও পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর মো. গাজীউর রহমান, ড. মোহাম্মদ মাহফুজ আলম, মো. ফরহাদ উদ্দীন, শাওন মিত্র, মো. সাইফুল ইসলাম, পম্পা রানী মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান, টিএসসির পরিচালক ড. রহিমা নাসরিন, শারীরিক শিক্ষা অফিস পরিচালক সৈয়দ আশিক-ই-ইলাহী, পরিবহন পুলের ম্যানেজার মো. মিজানুর রহমান, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, মোহাম্মদ সাকিবুল হাসান, বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক মো. কবির হাসান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবার (১৯ আগস্ট) আমাদের বিক্ষোভ থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে তাদের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। তারা একাডেমিক ভবনের নিচে বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে উপাচার্য ও প্রক্টর পদ্যাত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক ফয়সল আহমেদ রুমি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য এবং প্রক্টর পদত্যাগ করেছেন। উপাচার্যের পদত্যাগ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ছিলেন। সেখানে তিনি যোগদান করবেন। আর প্রক্টর বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি তার পূর্বের পদে থাকবেন।’

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, তারা সবাই ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন।

পদত্যাগের বিষয়টি স্বীকার করে অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া বলেন, ‘শিক্ষার্থীদের ভালোর জন্য আমি সব সময় তাদের পাশে থেকেছি। তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। শিক্ষার্থীদের ভালোর জন্য আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

২০২২ সালের ১৯ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে যোগদান করেন বদরুজ্জামান ভূইয়া। ২০২৩ সালের ৫ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হয়। এর কয়েকদিন পরই উপাচার্যের রুটিন দায়িত্ব পান ট্রেজারার বদরুজ্জামান। ২০২৪ সালের ৪ মার্চ তাকে উপাচার্য পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

আজ বিশ্ব পুরুষ দিবস

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

১০

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

১১

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৩

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

১৪

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

১৫

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

১৬

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

১৭

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

১৮

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

১৯

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

২০
X