জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষকদের মতবিনিময় সভা

জবি থেকেই যোগ্য ভিসি দাবি

শিক্ষকদের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
শিক্ষকদের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

দেশ ও বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করার যোগ্যতাসম্পন্ন, বিচক্ষণ ও সাহসী উপাচার্য চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সে সঙ্গে উপাচার্যকে অবশ্যই জবির শিক্ষক হতে হবে বলে দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির লাউঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। জবি থেকে ভিসি নিয়োগের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে শিক্ষকরা বলেন, অতীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য হয়ে এসেছেন, রুটিন দায়িত্ব পালন করেছেন। তখনো নিজের বিশ্ববিদ্যালয় মনে করে কাজ করেননি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ হতে ৬-৭ বছরের বেশি লাগার কথা নয়। কিন্তু কাজ কেউ আন্তরিকতার সঙ্গে করেননি।

তারা আরও বলেন, এখন দেশের পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা কথা বলতে পারছি। এখনই দাবি জানানোর উপযুক্ত সময়। আমাদের ক্যাম্পাসের সমস্যা আমাদের শিক্ষকরাই ভালো বুঝতে পারবেন। তবে অবশ্যই উপাচার্যকে বর্তমান দেশ ও বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করার যোগ্যতাসম্পন্ন, বিচক্ষণ ও সাহসী হতে হবে।

ইতিহাস বিভাগের শিক্ষক ড. মো. বিলাল হোসাইন বলেন, আমরা ১৯ বছর ধরে জবি থেকে ভিসি পাইনি। ফলে আশানুরূপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোতে উন্নয়ন হয়নি। আমরা পিছিয়ে আছি।

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেই ভিসি চাই। তাকে অবশ্যই সৎ মানুষ হতে হবে। পাশাপাশি বিচক্ষণতা ও সাহস থাকতে হবে। যাতে বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুরূপে পরিচালনা করতে পারেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. লায়েক বলেন, আমার প্রধান পয়েন্ট হচ্ছে, এখনই উপযুক্ত সময় আমাদের দাবি তুলে ধরার। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য দিতে হবে। তাকে যোগ্যতাসম্পন্ন হতে হবে। কোনোভাবেই যেন ব্যর্থ না হন, সেদিকে নজর রাখতে হবে। ব্যর্থ হলে আমাদের দাবি নিয়ে আবার সমালোচনা তৈরি হবে।

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী বলেন, ভিসি নিয়োগের দাবি জানানোর সঙ্গে আমাদেরও (শিক্ষক) সমালোচনা করা প্রয়োজন। আমরা দেখেছি, অতীতে ভিসির কার্যালয়ে গিয়ে বিনা কাজে বসে থাকত শিক্ষকরা। এতে শিক্ষকদের সম্মান থাকে না। আমরা যেন উপাচার্যের মাই ম্যান হয়ে দাঁড়িয়ে না যাই। এ পরিবর্তনের সময়ে আমাদের এ আচরণও পরিবর্তন করতে হবে।

এ ছাড়া মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন দর্শন বিভাগের অধ্যাপক ড. লুৎফুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মোহাম্মদ রেজাউল হোসাইন, গণিত বিভাগের অধ্যাপক ড. মোস্তাক আহমেদ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X