ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির নতুন প্রোভিসি (প্রশাসন) ড. সায়েমা হক বিদিশা

অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। ছবি : কালবেলা
অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপউপাচার্য (প্রশাসন) হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী প্রফেসর ড. সায়েমা হক বিদিশা, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ওই বিশ্ববিদ্যালয়ে উপউপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ প্রদান করা হলো।

এতে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়। সেগুলো হলো : উপউপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ডা. সায়েমা হক বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তিনি যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন। কমনওয়েলথ স্কলারশিপ স্কিমের অধীনে ইউনিভার্সিটি অব নটিংহ্যাম থেকে শ্রম অর্থনীতিতে পিএইচডি করেছেন তিনি।

ডা. সায়েমা হক বিদিশার গবেষণার আগ্রহ শ্রম অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি ও মাইক্রো ইকোনমিকস। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি শ্রমবাজার, জনসংখ্যাগত লভ্যাংশ এবং যুব জনসংখ্যা, দক্ষতা ও শিক্ষা, জেন্ডার ও নারীর ক্ষমতায়ন, জেন্ডার বাজেটিং, অভিবাসন ও রেমিট্যান্স আয়, ঋণ ও খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য ও দুর্বলতা, এসডিজি অর্থায়ন, আর্থিক বিষয়ে বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করেছেন।

এ ছাড়াও ড. বিদিশা বিভিন্ন পলিসি ডকুমেন্ট এবং সরকারি ফ্ল্যাগশিপ অবজেক্ট তৈরিতেও অবদান রেখেছেন। তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন। তার বেশকিছু জার্নাল নিবন্ধ, বই অধ্যায় এবং বৈজ্ঞানিক প্রতিবেদনসহ প্রকাশনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ হ্যান্ডসেটের বিষয়ে যে সিদ্ধান্ত নিল সরকার

ইয়েমেন ও বাংলাদেশের জন্য যুক্তরাজ্য-সৌদির যৌথ মানবিক প্রকল্প

গুমের দুই মামলায় হাসিনার পক্ষের আইনজীবী আমীর হোসেন

বিজ্ঞপ্তিতে যা জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা 

ফ্লাইওভারের সিঁড়ির নিচে বৃদ্ধের মরদেহ

হঠাৎ মেট্রো চলাচল বন্ধ, কারণ জানাল ডিএমটিসিএল

সমালোচনার মুখে সুর পাল্টালেন টুইঙ্কল

৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু 

আইপিএল মিনি অকশনে কে এই মালয়েশিয়ান ক্রিকেটার

১০

ঘরে ঢুকে নৃশংস হামলায় ফুফু নিহত, মুমূর্ষু ভাতিজি

১১

একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

১২

ফুসফুসের ক্যানসার নিয়ে যে ভুল ধারণাগুলো আমাদের বেশি ক্ষতি করছে

১৩

২৫ বছর আগের চেয়ে বেশি ‘চাঙ্গা’ বলে বৈঠকেই ঘুম

১৪

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না 

১৫

শীত আরও বাড়বে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

১৬

নওগাঁয় শীতের তীব্রতায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে 

১৭

জুলাই আন্দোলনে আহত না হয়েও প্রতি মাসে ভাতা তুলছেন যুবক

১৮

চিড়িয়াখানায় সিংহের কাছে গিয়ে প্রাণ হারাল কিশোর

১৯

দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি

২০
X