জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জাবি প্রশাসক নিয়োগে বামপন্থি শিক্ষকদের ‘দেনদরবার’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীর্ষ দুই পদের নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বামপন্থি শিক্ষকদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের’ বিরুদ্ধে। উপাচার্য ও উপউপাচার্য (প্রশাসন) এ দুই পদে সংগঠনটি নিজেদের পছন্দের প্রার্থীর বিষয়ে নিশ্চয়তা পেতে গত ২৬ দিন ধরে নিয়োগ আটকে রেখেছে বলেও জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে শিক্ষক নেটওয়ার্কের নেতারা একাধিক বৈঠক করেছেন। এ ছাড়া আসিফ নজরুলের কাছেও তারা নিজেদের চাহিদার কথা তুলে ধরেছেন।

সূত্রটি আরও জানান, সর্বশেষ উপউপাচার্য (প্রশাসন) পদটি তাদের পছন্দানুযায়ী প্রার্থী নিয়োগের আশ্বাস পেয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ পদে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস নিয়োগ পেতে যাচ্ছেন।

এর আগে, গত ৩১ আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবির লিয়াজোঁ কমিটি সদস্যদের নিয়ে ছাত্র উপদেষ্টাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও শিক্ষক নেটওয়ার্কের তদবিরের বিষয়টি উঠে আসে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে গবেষক ও দক্ষ প্রশাসক নিয়োগের দাবি উঠে আসে।

বৈঠকে উপস্থিত এক শিক্ষার্থী জানান, আমরা কেমন প্রশাসক চাই এ বিষয়ে ছাত্র উপদেষ্টাদের সঙ্গে একটি মতবিনিময় সভা ছিল। সেখানে আমরা শিক্ষার্থীদের চাহিদাকে তুলে ধরি। তখন উপদেষ্টাদের পক্ষ থেকে শিক্ষক নেটওয়ার্কের তদবিরের বিষয়টি আমাদের জানানো হয়। তখন আমরা নিরপেক্ষ ও দক্ষ প্রশাসক নিয়োগের ব্যাপারে আমাদের অবস্থান তুলে ধরি।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রেও শিক্ষক নেটওয়ার্কের তদবিরের কারণে বিষয়টি সম্পন্ন করতে দেরি হচ্ছে।

তবে তদবিরের বিষয়টি অস্বীকার করে অধ্যাপক সাইদ ফেরদৌস বলেন, ‘রোববার (১ সেপ্টেম্বর) আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছি। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। নিয়োগের জন্য গো ধরার মতো কিছুই সেখানে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ব্যাপারে আমি নিশ্চিত কিছু বলতে পারবো না। শিক্ষা উপদেষ্টা যেহেতু তাদেরই বিশ্ববিদ্যালয়ের, তারা তার সঙ্গে কথা বলতে পারে। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগের জন্য আমরা কোনো তদবির করিনি। আমাকে নিয়োগ দেওয়া হবে কি না সেটাও জানি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শুরু হচ্ছে রোভারদের পাঁচ দিনের উৎসব

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ 

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চূড়ান্ত প্রতিপক্ষ

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার গ্রেপ্তার

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় প্রয়োজনে আন্দোলন করতে হবে : গভর্নর

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

গ্রামীণ ব্যাংকে আগুন

কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি

এনসিপির কমিটিতে বিএনপির সাবেক নেতারা

১০

এপেক্স ফুটওয়্যার সেলস কনফারেন্স ২০২৫

১১

জুলাই হত্যাযজ্ঞ / কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২

আ.লীগ নেতা মির্জা আজমের খালাতো ভাই গ্রেপ্তার

১৩

নির্মমভাবে ৩৩ বছর বয়সেই প্রাণ হারালেন বার্সেলোনার ফুটবলার

১৪

চবি ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩০ হাজার ছাড়াল

১৫

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

১৬

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা কুমার শানুর; চাইলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

১৭

বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে কত লাগবে জানা গেল

১৮

ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হীরা, অর্ধকোটির মালিক দুই বন্ধু

২০
X