জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জাবি প্রশাসক নিয়োগে বামপন্থি শিক্ষকদের ‘দেনদরবার’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীর্ষ দুই পদের নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বামপন্থি শিক্ষকদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের’ বিরুদ্ধে। উপাচার্য ও উপউপাচার্য (প্রশাসন) এ দুই পদে সংগঠনটি নিজেদের পছন্দের প্রার্থীর বিষয়ে নিশ্চয়তা পেতে গত ২৬ দিন ধরে নিয়োগ আটকে রেখেছে বলেও জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে শিক্ষক নেটওয়ার্কের নেতারা একাধিক বৈঠক করেছেন। এ ছাড়া আসিফ নজরুলের কাছেও তারা নিজেদের চাহিদার কথা তুলে ধরেছেন।

সূত্রটি আরও জানান, সর্বশেষ উপউপাচার্য (প্রশাসন) পদটি তাদের পছন্দানুযায়ী প্রার্থী নিয়োগের আশ্বাস পেয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ পদে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস নিয়োগ পেতে যাচ্ছেন।

এর আগে, গত ৩১ আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবির লিয়াজোঁ কমিটি সদস্যদের নিয়ে ছাত্র উপদেষ্টাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও শিক্ষক নেটওয়ার্কের তদবিরের বিষয়টি উঠে আসে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে গবেষক ও দক্ষ প্রশাসক নিয়োগের দাবি উঠে আসে।

বৈঠকে উপস্থিত এক শিক্ষার্থী জানান, আমরা কেমন প্রশাসক চাই এ বিষয়ে ছাত্র উপদেষ্টাদের সঙ্গে একটি মতবিনিময় সভা ছিল। সেখানে আমরা শিক্ষার্থীদের চাহিদাকে তুলে ধরি। তখন উপদেষ্টাদের পক্ষ থেকে শিক্ষক নেটওয়ার্কের তদবিরের বিষয়টি আমাদের জানানো হয়। তখন আমরা নিরপেক্ষ ও দক্ষ প্রশাসক নিয়োগের ব্যাপারে আমাদের অবস্থান তুলে ধরি।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রেও শিক্ষক নেটওয়ার্কের তদবিরের কারণে বিষয়টি সম্পন্ন করতে দেরি হচ্ছে।

তবে তদবিরের বিষয়টি অস্বীকার করে অধ্যাপক সাইদ ফেরদৌস বলেন, ‘রোববার (১ সেপ্টেম্বর) আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছি। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। নিয়োগের জন্য গো ধরার মতো কিছুই সেখানে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ব্যাপারে আমি নিশ্চিত কিছু বলতে পারবো না। শিক্ষা উপদেষ্টা যেহেতু তাদেরই বিশ্ববিদ্যালয়ের, তারা তার সঙ্গে কথা বলতে পারে। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগের জন্য আমরা কোনো তদবির করিনি। আমাকে নিয়োগ দেওয়া হবে কি না সেটাও জানি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনা কাপুর আমার স্ত্রী ছিলেন, দাবি করলেন ‘মুফতি’ কাভি

মারা গেলেন ফিলিস্তিনি নির্মাতা মোহাম্মদ বাকরি

মালিকানা বদলের পর ১ কোটি ১০ লাখ টাকা কী পাবেন নাঈম?

আতাউর রহমান বিক্রমপুরীকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য মিথ্যা : কারা কর্তৃপক্ষ

পুরুষদের হরমোন ভারসাম্যহীনতার প্রাথমিক ৫ লক্ষণ

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

বন্দিদের মুক্তির নামে প্রতারণা, জনগণকে সতর্ক থাকার আহ্বান

নবী (সা.)-এর ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনা করব : তারেক রহমান

তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো : আখতার

এলডিপির দায়িত্বে চাঁদপুরের বিল্লাল হোসেন

১০

১২ কেন্দ্রে হবে জবির বিজ্ঞান অনুষদের পরীক্ষা, আসনপ্রতি লড়বে ৮৫ জন

১১

অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান

১২

তারেক রহমানকে নিয়ে বান্নাহর আবেগঘন পোস্ট

১৩

ক্রেতা ও ডেভেলপারদের মিলনমেলায় পরিণত রিহ্যাব ফেয়ার

১৪

ময়মনসিংহে ভোটের গাড়ির মনোজ্ঞ পরিবেশনা

১৫

হাতিয়ার সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় মামলা

১৬

নাহিদের পোস্ট / তারেক রহমানের দেশে ফেরা, গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন

১৭

প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

১৮

জকসু নির্বাচনী প্রচারণায় ছুটির দিনে জবি ক্যাম্পাসে জামাল ভুঁইয়া

১৯

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি নাগরিকসহ সবাই নিহত

২০
X