জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জবি টিএসসির খাবারের দাম নির্ধারণ করেছে শিক্ষার্থীরা

জবির টিএসসি। ছবি : সংগৃহীত
জবির টিএসসি। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির খাবারের মূল্য পুনঃনির্ধারণ ও মূল্যতালিকা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করেছে বলে জানায় টিএসসি সংস্কার প্রতিনিধিরা।

মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের মূল্য পূর্বের থেকে ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮ টাকা, কেক পূর্বের দামের থেকে ৫ টাকা কমিয়ে ১০ টাকা, রুটি ৫ টাকা কমিয়ে ১০ টাকা, কলা ১০ টাকা, বাটার বান ২০ টাকা, সিঙ্গারা ৫ টাকা, পাকোড়া ৫ টাকা, সমুচা ১০ টাকা, ভেজিটেবল রোল ১০ টাকা, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫ টাকা, ডিম চপ ১০ টাকা, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ টাকা ও ডিম জালির পূর্ব দাম থেকে ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

এ ছাড়া সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০ টাকা, ডিম ভাজি ২০ টাকা, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।

দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ভাত,মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগী ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, গিলাকলিজা ও ডাল ৪০ টাকা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সাথে ব্যাবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তারা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কারমূলক কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যহ্রাস করা হয়েছে বলে জানা যায়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী নিজেদের স্বার্থ হাসিলে টিএসসির দোকানীদের সাথে আলোচনা না করেই মূল্য কমায় এবং টিএসসির দোকান পরিবর্তনের জন্য পায়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে পাশের আরামবাগ হোটেল ভাঙচুরের অভিযোগ আছে। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের মধ্যে সুশৃঙ্খলা আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১০

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১১

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১২

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৩

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৪

বিজয় থালাপতি এখন বিপাকে

১৫

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৬

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৭

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৮

সুর নরম আইসিসির

১৯

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

২০
X