জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জবি টিএসসির খাবারের দাম নির্ধারণ করেছে শিক্ষার্থীরা

জবির টিএসসি। ছবি : সংগৃহীত
জবির টিএসসি। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির খাবারের মূল্য পুনঃনির্ধারণ ও মূল্যতালিকা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করেছে বলে জানায় টিএসসি সংস্কার প্রতিনিধিরা।

মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের মূল্য পূর্বের থেকে ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮ টাকা, কেক পূর্বের দামের থেকে ৫ টাকা কমিয়ে ১০ টাকা, রুটি ৫ টাকা কমিয়ে ১০ টাকা, কলা ১০ টাকা, বাটার বান ২০ টাকা, সিঙ্গারা ৫ টাকা, পাকোড়া ৫ টাকা, সমুচা ১০ টাকা, ভেজিটেবল রোল ১০ টাকা, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫ টাকা, ডিম চপ ১০ টাকা, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ টাকা ও ডিম জালির পূর্ব দাম থেকে ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

এ ছাড়া সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০ টাকা, ডিম ভাজি ২০ টাকা, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।

দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ভাত,মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগী ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, গিলাকলিজা ও ডাল ৪০ টাকা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সাথে ব্যাবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তারা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কারমূলক কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যহ্রাস করা হয়েছে বলে জানা যায়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী নিজেদের স্বার্থ হাসিলে টিএসসির দোকানীদের সাথে আলোচনা না করেই মূল্য কমায় এবং টিএসসির দোকান পরিবর্তনের জন্য পায়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে পাশের আরামবাগ হোটেল ভাঙচুরের অভিযোগ আছে। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের মধ্যে সুশৃঙ্খলা আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১০

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১১

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

১২

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

১৩

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

১৪

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

১৫

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৬

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

১৭

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

১৮

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

১৯

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

২০
X