কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিবির সেক্রেটারিকে নিয়ে রুমমেটের স্ট্যাটাস

এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত
এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি।

সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা সম্পর্কে একটি স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন। স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।

এ খবরের পর অনেকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফরহাদের রুমমেট পোস্ট দিয়েছেন।

এ এস এম কামরুল ইসলাম নামের একজন ব্যবহারকারী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফরহাদ আমার হলের জুনিয়র। ব্যাপারটা শুধু এইটুকু না। সে আমার রুমমেট। কবি জসীমউদ্দিন হলের একই রুমে (৩০৮) আমরা চার বছরের মতো ছিলাম, পাশাপাশি বেডে। ব্যাপারটা এইখানেও শেষ না। আমি হল ডিবেটিং ক্লাবে যে বছর জিএস ছিলাম, তার ঠিক পরের বছরে ফরহাদ আমার ক্লাবে প্রেসিডেন্ট হয়। আমরা সবাই মিলে একসঙ্গে বসেই এই সিদ্ধান্ত নিই ফরহাদ প্রেসিডেন্ট হবে, কারণ ক্লাবের কাজে, আচার ব্যবহারে, ক্লাব সিনিয়রদের সঙ্গে সম্পর্কের দিক থেকে সে খুবই চমৎকার। প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আনডিসপিউটেড ছিল। যতদূর জানি, ডিপার্টমেন্ট ছাত্রলীগের সর্বশেষ কমিটির পোস্টেড সে।’

পোস্টে তিনি বলেন, ‘কাল রাত থেকেই একটা কথা কানে আসতেসিল, আজকে সেটা শিউর হইলাম। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। শিবির সে করতেই পারে, আমি এটা যদি আগে জানতামও আমি হয়তো তাকে জাজ করতাম না। কিন্তু তাই বলে আমার রুমমেট, আমার ক্লাবের ইমিডিয়েট জুনিয়র, আমার ক্লাবের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, আমি কল্পনাতেও আনি নাই। মানুষ তাও কিছু একটা সন্দেহ করে, চোখে লাগে। খোদার কসম ভাই কোনদিন এই জিনিস দেখবো তা ভাবতেও পারি নাই!’

‘ছেলে হিসেবে ফরহাদ অমায়িক, অত্যন্ত নম্র ভদ্র। আই উইল গিভ দিস টু হিম, নো ক্যাপ। আমি জাস্ট অবাক, যে এতদিনে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না করে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারির হলে থেকে, ক্যাম্পাসে থেকে, হলে থেকেও কখনো কেউ জানতে পারে নাই তার রাজনৈতিক পরিচয়। অথচ আমরা এত বছর ধরে জানতাম ক্যাম্পাসের হল তো দূরে থাক, ত্রিসীমানাতেও শিবির আসে না। এখন দেখি শুধু ক্যাম্পাস আসে না, ওদের খোদ প্রেসিডেন্ট-সেক্রেটারি হলে সিট নিয়ে থাকে!’

পোস্টের শেষে তিনি বলেন, ‘মানুষ অবাক হয়। মাঝে মাঝে প্রচণ্ড অবাক হয়! কেউ কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে! আমি অবাক হয়ে আকাশ থেকে পড়ে হাত-পাও ভেঙে ফেলসি!’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন।

এ ছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, শনিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১০

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১১

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১২

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৩

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৪

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৬

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

১৭

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

১৮

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

১৯

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

২০
X