ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেড় বছরে ঢাবিতে ৪১টি কার্যক্রমের উদ্বোধন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত দেড় বছরের কম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মোট ৪১টি কার্যক্রমের উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ও কার্যকর প্রশাসনিক পর্ব হিসেবে দেখছেন তারা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এসব কার্যক্রম উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য বিশেষ আপৎকালীন আর্থিক সহায়তা চালু, অধিকতর উন্নয়ন প্রকল্প উদ্বোধন, কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক অবকাঠামো উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সম্মানজনক পৃথককরণ প্রক্রিয়া এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

এতে আরও জানানো হয়, অনলাইনে ভর্তি ফি প্রদান, উচ্চতর গবেষণাকেন্দ্র সমূহে পরিচালক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণ, ক্যাম্পাসে শাটল সার্ভিস চালুকরণ, ইউনেস্কো চেয়ার স্থাপন, কেন্দ্রীয় লাইব্রেরিতে ২৯ টি আন্তর্জাতিক মানের ই-রিসোর্স সাবস্ক্রাইব, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও সার্টিফিকেট সেবায় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ শোভাযাত্রা চালু, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া জোরদারে পদক্ষেপ, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন পদক্ষেপ, অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র‍্যাজুয়েট তালিকাভুক্তিকরণ, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক কোর্স চালু, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এসময় ২৮শ’ ৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পের কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়টি উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের জন্য ২১ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ৩য় শ্রেণি কর্মচারীদের আবাসিক ভবন, ১৫ তলা আইটি হাব ভবন নির্মাণ, ৯টি হল (ছাত্র-৪, ছাত্রী-৫), ৬টি একাডেমিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিকেল সেন্টার, প্রশাসনিক ভবন, খেলার মাঠ উন্নয়নসহ জিমনেসিয়াম নির্মাণ, জলাধার সংস্কার এবং সৌন্দর্যবর্ধণ, রোড নেটওয়ার্ক এবং পাবলিক টয়লেট নির্মাণ।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সকল অনুষদের ডিন, সকল হলের প্রভোস্ট এবং ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

তরুণদের সঙ্গে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়ব : সাঈদ আল নোমান

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন ‘গুপ্ত’ : আসিফ মাহমুদ

বিএনপি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কেউ নাই : ড. জালাল

বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে : তারেক রহমান

গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান : বুলু

দেড় বছরে ঢাবিতে ৪১টি কার্যক্রমের উদ্বোধন

লিচুবাগান থেকে গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১০

নির্বাচিত হলে চাঁদাবাজি ও দখল বন্ধ করা হবে : রবিউল বাশার

১১

জিম্বাবুয়েকে ধসিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান সমাপ্তি 

১২

প্রচারণায় যাওয়ার সময় জামায়াতের ১৫ নেতাকর্মী নিয়ে ডুবে গেল নৌকা

১৩

আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

১৪

ধানের শীষের বিজয় হলে নিপীড়িত মানুষের বিজয় হবে : মান্নান

১৫

১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান

১৬

কবি মৃধা আলাউদ্দিনের জন্মদিন ও কাব্যসন্ধ্যা

১৭

আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্টের কোচ-অধিনায়ক যারা

১৮

মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের সময় বিমান হামলায় নিহত ১৭০ : জাতিসংঘ

১৯

‘নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ-ঢাকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

২০
X