জবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

জবির এক ক্যাফেটেরিয়া থেকেই ছাত্রলীগ ফাউ খেয়েছে ৭ লাখ টাকা

জবির এক ক্যাফেটেরিয়া থেকেই ছাত্রলীগের ফাউ খেয়েছে ৭ লাখ টাকা। ছবি : কালবেলা
জবির এক ক্যাফেটেরিয়া থেকেই ছাত্রলীগের ফাউ খেয়েছে ৭ লাখ টাকা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গত আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাকি খেয়েছে ৭ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যানটিন থেকে ৭ লাখ টাকার মতো ফাউ খেয়েছে। পরবর্তী সময়ে আর টাকা দেয়নি। এখন তাদের সবাই পলাতক, ক্যাম্পাসে আসেন না। ক্যাফেটেরিয়া পরিচালক জানান, ক্যাফেটেরিয়ায় জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির নামে বাকি রয়েছে ১ লাখ ৮৮ হাজার টাকা এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নামে বাকি রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়াও বাকির হিসাবে রয়েছে ছাত্রলীগের আরও অন্তত পাচঁ নেতাকর্মীদের নামে। শাখা ছাত্রলীগের সভাপতির মাই ম্যান খ্যাত রবিউল ইসলাম রবির নামে বাকি ৫২ হাজার টাকা। এ ছাড়া সাধারণ সম্পাদক আক্তার হোসানের গ্রুপ লিডার খ্যাত মিরাজের নামে বাকি রয়েছে ৭৫ হাজার টাকা, সহসভাপতি মেহেদী হাসান বাবুর নামে বাকি ৫৫ হাজার টাকা। সাধারণ সম্পাদক প্যানেলের আরো দুই নেতা তামিম ও সাজবুলের নামে বাকি রয়েছে ১২ হাজার টাকা ও ৯ হাজার টাকা। ছাত্রলীগের এই সাত নেতাকর্মীদের নামেই বাকি সর্বমোট ৬ লাখ ৪১হাজার টাকা। এ ছাড়া অনেকে বাকি খেলেও হিসাব নেই তার।

ক্যাফেটেরিয়া পরিচালক মো.মাসুদ বলেন, দীর্ঘদিন বাকি খেয়েছে তারা। টাকা দেবে দেবে করে আর দেয়নি। এর বাইরে আরও অনেকে আছে যারা টুকটাক খেয়েছে, তার হিসাব নেই। খেয়ে তারা টাকা দিত না, আবার খাবার দিতে দেরি হলেও ক্যানটিনের ওয়েটারদের মারধরও করেছে সাজবুলসহ বেশ কয়েকজন।

তিনি আরও বলেন, এদিকে ক্যাফেটেরিয়ার পরিচালনা বাবদ সপ্তাহে খরচ হয় ৩৯ হাজার ৭৫০ টাকা, মাসে ১ লাখ ৫৯ হাজার টাকা। এ ছাড়া মালামাল বাবদ খরচ তো আছেই। তার উপর এত টাকা বাকি। যেখান থেকে আমি মালামাল কিনি, সেখানেও আমার ধার করে কেনা লাগে। এত টাকা এখন কীভাবে উঠাব আর কীভাবে আমি এই লস পূরণ করব? এ বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বিষয়টি সত্য হলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রেগুলার স্টুডেন্ট হলে তাদের থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা হবে এবং প্রশাসনিকভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন পর রাজশাহী পলিটেকনিকে খুলল তালা

শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

স্বাস্থ্য পরামর্শ / মায়ের গর্ভেই থ্যালাসেমিয়া রোগ নির্ণয় পদ্ধতি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মরদেহ দাফনের পাঁচদিন পর বাবা জানলেন সন্তান জীবিত

দেশজুড়ে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা

সাবেক মেয়র আইভীকে আটকের খবরে বাড়ি ঘেরাও

পাকিস্তানের মিসাইল বৃষ্টি, অন্ধকার ভারত

ভারতের প্রত্যাঘাত ছিল অ-উত্তেজক ও সুনির্দিষ্ট : বিক্রম মিশ্রি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান

১০

দৌলতপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের দায়িত্ব নিলেন বিএনপি নেতা বকুল

১১

সরকারি বাঙলা কলেজে দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১২

রাস্তায় নামার আহ্বান এনসিপি নেতাদের

১৩

‘বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর করা হবে’

১৪

আ.লীগ মানেই পালানোর ইতিহাস : টুকু

১৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

১৬

বাজার থেকে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

১৭

ভারতের দুটি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ দিল্লি

১৮

বিএনপি নেতার চাঁদা দাবির অডিও ভাইরাল

১৯

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থী

২০
X