কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে : তারেক রহমান

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে, সেই প্রত্যাশা করে বিএনপি।’

গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারেক রহমান।

রোববার (১৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার সঙ্গে রাজনৈতিক আদর্শিক অবস্থান এক না-ও হতে পারে। এটি কিন্তু কোনো সমস্যার বিষয় নয়।

তিনি আরও বলেন, ‘দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের নাগরিক—এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশে জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কবিতা ও সংগীত একসময় রাজনৈতিক নেতৃত্বকে উদ্বুদ্ধ করেছিল, যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতার পরে ও বিভিন্ন সময়ে। এটার প্রকাশ আমরা আরও দেখেছি ৯০-এর দশকেও এবং গত দেড় যুগ ধরে স্বৈরাচারের বিরুদ্ধেও। যেটা সম্প্রতি সময়ে উদ্ভাসিত হয়েছে। যার পূর্ণতা ও পরিপূর্ণতা পেয়েছে ২৪ এর সফল গণআন্দোলন এবং গণঅভ্যুত্থানে। এভাবেই কবি এবং সাহিত্যিকরা যুগে যুগে মাত্রাটা এতোটা উঁচুতে নিয়ে গিয়েছেন, যার ফলে অনেক সময় আমরা দেখেছি নিজেদের পরিচয় দেশ এবং জাতির পরিচয়ে সমার্থক হয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

শেক্সপিয়ারসহ বেশ কয়েকজন কবি ও সাহিত্যিকের নাম উল্লেখ করে তিনি বলেন, ঠিক তেমনিভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ মহাদেশে হয়ে ওঠেন পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, ঠিক এমনিভাবে কবিতা ও দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের সঙ্গে একাকার হয়ে ওঠেছিল। আবার যুদ্ধ শেষে দেশগঠনে শহীদ জিয়াউর রহমানের সমেয়ে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ এই গানটি তার দল বিএনপির দলীয় সংগীত হয়ে উঠেছে। এই বিশ্বাস জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মীর মাঝে রয়েছে।

তারেক রহমান বলেন, একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনের প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি বিসিএস অফিসার্স ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

হারিকেন এরিনের গতিপথে দেখা গেল আশ্চর্যজনক পরিবর্তন

২৫ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের সুকৌশলে আটকে রাখছেন পুতিন

সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে ২৬ ঘণ্টার আলটিমেটাম

ওষুধের কাঁচামাল শিল্প উন্নয়নে ১১ সদস্যের কমিটি

আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ

গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল : আজাদ

আপনার মোবাইল ফোন সুরক্ষিত তো?

১০

রাতেই ফারুকীর জটিল অস্ত্রোপচার হতে পারে

১১

খাবার খেলেই ঢেঁকুর ওঠে, এই অভ্যাস ভালো না খারাপ?

১২

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা

১৩

কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন : এ্যানি

১৪

চবিতে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

১৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন

১৬

বেতন পাওয়ার পাঁচ মিনিট পরই চাকরি ছাড়লেন কর্মী

১৭

কুয়েতে ভেজাল মদে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি গ্রেপ্তার

১৮

ছাত্রশিবিরের ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে

১৯

এআই-এর সহায়তায় দুই মাসে ১০ কেজি ওজন কমালেন তরুণী!

২০
X