ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্যকে নিয়ে ‘অসত্য’ বক্তব্যের প্রতিবাদ ঢাবির

বাঁয়ে উপাচার্য নিয়াজ আহমদ খান, ডানে আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত
বাঁয়ে উপাচার্য নিয়াজ আহমদ খান, ডানে আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের লাইভ টকশো চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সম্পর্কে আইনজীবী জেডআই খান পান্নার ‘অবমাননাকর’ ও ‘অসত্য’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সম্পর্কে আইনজীবী জেডআই খান পান্নার অবমাননাকর বক্তব্যের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জেড আই খান পান্না ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির অতীত ইতিহাস’ জানার দাবি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে তার সংশ্লিষ্টতার ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন, তা নির্জলা ও সর্বৈব অসত্য, বিদ্বেষপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

এতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে, উপাচার্য জীবনের কোনো পর্যায়ে কোনো ধরনের রাজনৈতিক দলীয় সংগঠনের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না। ভবিষ্যতেও তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ নেই। এর আগে সংবাদ মাধ্যমে প্রদত্ত একাধিক বক্তব্যে উপাচার্য তার এ অবস্থান স্পষ্ট করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পুরো সময় তিনি অনাবাসিক ছাত্র ছিলেন। পান্না কিংবা তার বর্ণিত কথিত ঘটনার সঙ্গে উপাচার্যের কোনো দূরতম সম্পর্কও নেই। পান্নার এ ধরনের বক্তব্য উপাচার্যের সম্মান ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, এ বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য সম্পর্কে প্রদত্ত অসত্য ও বিদ্বেষপূর্ণ বক্তব্যকে ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে ‘বিপুল টক’ নামক এক ইউটিউব চ্যানেলের লাইভে আইনজীবী জেডআই খান পান্না ঢাবি উপাচার্যের রাজনৈতিক মতাদর্শ জানেন বলে দাবি করেন। এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অতীত ইতিহাস আমি জানি, চট্টগ্রামে ছাত্র থাকা অবস্থায় উনি কোন দল করত সেটাও আমি জানি। একদম ‘উগ্রপন্থি’ দল করতেন, ‘রগকাটা’ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১০

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১১

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১২

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১৩

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১৪

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১৫

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১৬

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১৭

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৮

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

১৯

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

২০
X