চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১১টি ‘কারণ দর্শানো’ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখ করা হয়, ‘গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় ২৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদেরকে অভিযুক্ত করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক কেন তাদের বিরুদ্ধে এক বা একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী ১০ ডিসেম্বর অফিস সময়সূচির মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।’

এ ছাড়া ওই ১১ শিক্ষার্থী ইচ্ছা করলে ১১ ডিসেম্বর বেলা ৩টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে শুনানি বোর্ডের সামনে উপস্থিত হয়ে তাদের স্বপক্ষে ব্যক্তিগত বক্তব্য উপস্থাপন করতে পারবেন। সে ক্ষেত্রে ব্যক্তিগত শুনানির জন্য লিখিত আবেদন ছাত্রকল্যাণ দপ্তরে ওই দিন বেলা ১টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো.মাহবুবুল আলম বলেন, ‘নবীন শিক্ষার্থীরা আসার পর তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন। সেখানে তাদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা অমানবিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ১১ জন শিক্ষার্থীকে করাণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলে প্রাণ নেই কেন? নতুন তথ্য দিল নাসা

২ লাখ টাকায় খুন করানো হয় প্রবাসী স্ত্রীকে, দাবি পুলিশের

এআইয়ের কারণে মাইক্রোসফট থেকে বাদ পড়ছে ৯ হাজার কর্মী 

০৩ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

সাড়ে ৩ কোটি টাকার হিসাব নেই কুবিতে

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০৩ জুলাই : আজকের নামাজের সময়সূচি

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার 

‘আমার লক্ষ্য কেবল নির্বাচন নয়, জনগণের অধিকার নিশ্চিত করা’

১০

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১১

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

১২

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

১৩

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ 

১৪

ইরানের পাঁচশ মিসাইলের মধ্যে ২০০টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত?

১৫

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

১৬

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে : মুরাদ

১৭

সদস্যপদ নবায়ন কার্যক্রম গতিশীল করতে বৈঠক বিএনপির

১৮

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি : আমিনুল হক

১৯

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিএসসিসির সঙ্গে এনজিও’র সমঝোতা সই

২০
X