চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১১টি ‘কারণ দর্শানো’ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখ করা হয়, ‘গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় ২৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদেরকে অভিযুক্ত করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক কেন তাদের বিরুদ্ধে এক বা একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী ১০ ডিসেম্বর অফিস সময়সূচির মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।’

এ ছাড়া ওই ১১ শিক্ষার্থী ইচ্ছা করলে ১১ ডিসেম্বর বেলা ৩টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে শুনানি বোর্ডের সামনে উপস্থিত হয়ে তাদের স্বপক্ষে ব্যক্তিগত বক্তব্য উপস্থাপন করতে পারবেন। সে ক্ষেত্রে ব্যক্তিগত শুনানির জন্য লিখিত আবেদন ছাত্রকল্যাণ দপ্তরে ওই দিন বেলা ১টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো.মাহবুবুল আলম বলেন, ‘নবীন শিক্ষার্থীরা আসার পর তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন। সেখানে তাদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা অমানবিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ১১ জন শিক্ষার্থীকে করাণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আরও দুই দেশ

যশোরের জামাই মেলায় একদিনে কোটি টাকার মাছ বিক্রি

৯ রানে ৬ উইকেট হারালেও ‘টেনশনে’ ছিলেন না জাকের

দুপুরের মধ্যে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৮ সাংবাদিক

যুক্তরাষ্ট্রে শাটডাউন দ্বিতীয় দিনে, সমাধান মিলছে না

টালিপাড়ায় রহস্যময় বার্তা দিলেন জিৎ

আফগান বধের দিন দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত ২

১০

খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী

১১

জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান

১২

ট্রাম্পের প্রস্তাব নিয়ে মাহাথিরের কড়া সমালোচনা

১৩

নিষেধাজ্ঞার খবরে ইলিশের দাম আকাশচুম্বী 

১৪

মাঠে ঘাস কাটার সময় গৃহবধূকে কুপিয়ে হত্যা

১৫

৩ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

এখনো ধরাছোঁয়ার বাইরে গাজামুখী নৌযান ‘মারিনেট’ 

১৭

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৮

কানসাটে ‘ক্যান্সার সচেতনতা: স্বাস্থ্যই সম্পদ’ সেমিনার অনুষ্ঠিত

১৯

এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

২০
X