কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

ইউএপি অডিটরিয়ামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। ছবি : সংগৃহীত
ইউএপি অডিটরিয়ামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসি বিভাগ ‘টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনটি ছিল ফার্মাসিউটিক্যাল, চিকিৎসা এবং স্বাস্থ্য বিজ্ঞান খাতের প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়ের একটি অনন্য মঞ্চ। এতে ১০টি দেশের (জাপান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশ) বিশিষ্ট বক্তারা অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন (আইসিপিএইচএস) এর চেয়ারম্যান এবং ইউএপির স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

এ সময় তিনি তার বক্তৃতায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা আগামী দুই দিনে দশটি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে গতিশীল আলোচনা এবং ধারণার আদান-প্রদান করার জন্য উন্মুখ, যারা এই সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরবেন।

এরপর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, স্থপতি মাহবুবা হক তার বক্তব্যে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান তার বক্তব্যে ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবায় স্থায়ী উন্নয়ন অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা এখানে ধারণা ও উদ্ভাবনের আদান-প্রদান করতে সমবেত হলে আমি ছাত্রদের শক্তির কথা মনে করি, যারা এই নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।

ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এই সম্মেলন সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সম্মেলনে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক।

সম্মেলনে প্ল্যানারি বক্তা, আমন্ত্রিত বক্তা, পোস্টার উপস্থাপক এবং মৌখিক উপস্থাপকরা বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন ও আকর্ষণীয় প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন। নয়টি গুরুত্বপূর্ণ সিম্পোজিয়ামে ফার্মাসিউটিকস, ফার্মেসি শিক্ষা, বায়োটেকনোলজি, সংক্রামক রোগ, ক্যান্সার গবেষণা, মহামারি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনটি ৭ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত চলবে এবং ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী এবং গালা ডিনারের মধ্য দিয়ে এটির সমাপ্তি হবে।

এই সম্মেলন ইউএপির ফার্মাসিউটিক্যাল গবেষণায় অগ্রগতির প্রতি অবিচল প্রতিশ্রুতিকে প্রতিফলিত করার পাশাপাশি ভবিষ্যৎ উদ্ভাবনের জন্য গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

১০

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

১১

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

১২

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

১৩

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

১৪

রংপুরের জনসভায় তারেক রহমান

১৫

হজযাত্রীদের নিয়ে নতুন বার্তা দিল ধর্ম মন্ত্রণালয়

১৬

এবারের ভোটের সুযোগ একটি ‘মুক্তির বার্তা’ : সেলিমা রহমান

১৭

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

ড. কামরুজ্জামান মিলন আইপিসিসি মেথডোলজি রিপোর্টের প্রধান লেখক নির্বাচিত

১৯

রাজধানীর আবাসিক ভবনে ভয়াবহ আগুন

২০
X