কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী চলা এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন- সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান ও এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ।

প্রধান অতিথি উপাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। আমরা বিশ্বাস করি, তোমরা আজকের এই সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে সাংবাদিকতার বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করবে। ভবিষ্যতে তোমরা দক্ষ ও সফল সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

মুখ্য আলোচক তুষার আব্দুল্লাহ বলেন, সাংবাদিকতায় আগ্রহী যারা, তাদের অবশ্যই সৎ থাকতে হবে। তিনি উল্লেখ করেন, একজন সাংবাদিকের রাজনৈতিক মতাদর্শ থাকা স্বাভাবিক, তবে সেই মতাদর্শ যেন কখনোই পেশাগত দায়িত্বে প্রভাব ফেলতে না পারে।

তিনি আরও বলেন, সাংবাদিকতায় কেবল তারাই সফল হতে পারে যারা পরিশ্রমী, দায়িত্বশীল এবং লোভমুক্ত। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতা। সাংবাদিকতার আদর্শ মেনে চলার মাধ্যমেই একজন সাংবাদিক প্রকৃত অর্থে সমাজে পরিবর্তন আনতে সক্ষম হন।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শ্রিপ্রা রাণী মন্ডল বলেন, আমরা যে কাজই করি না কেন, প্রতিটি কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবকল্যাণ। সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকতা করতে হলে অবশ্যই সৎ ও নিরপেক্ষ হতে হবে।

সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে এ অধ্যক্ষ বলেন, তোমরা ভবিষ্যতে বড় সাংবাদিক হয়ে উঠবে এবং কলেজের নাম উজ্জ্বল করবে।

কর্মশালার প্রশিক্ষক ছিলেন- এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান, কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহমুদ, চ্যানেল নাইন এর সিনিয়র রিপোর্টার ও উপস্থাপক আবিদ আজম, একাত্তর টেলিভিশনের সংবাদ উপস্থাপক কানিজ লাবনী, প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেন।

সংগঠনের সভাপতি সাহেদুজ্জামান সাকিবের সভাপতিত্বে অর্থ সম্পাদক মিয়া আমিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতায় পথচলা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়েজ রেজা, সাবেক সহসভাপতি আহমেদ ফেরদৌস খান ও সাবেক সভাপতি তাওসিফ মাইমুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই : নজরুল ইসলাম আজাদ

রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচ ককটেল বিস্ফোরণ

দুই ছেলের নির্যাতনের শিকার হলেন বৃদ্ধ বাবা

বাংলাদেশের জার্সিতে প্রথম জয় পেতে মরিয়া সামিত সোম

সন্ধ্যার পর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

এই ৬ কাজ করছেন? মুহূর্তেই বর্ষিত হবে আল্লাহর লানত

নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস : মুশফিকুর রহমান

নতুন বিপদে গাজার বাসিন্দারা

যে একাদশ নিয়ে সেনেগালের বিপক্ষে নামতে পারে ব্রাজিল

আকুপাংচার চীনের প্রাচীন চিকিৎসা

১০

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

১১

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে : সাদিক কায়েম

১২

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

১৩

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

১৪

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

১৫

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

১৬

২৬ টুকরো লাশের মামলায় জরেজ-শামীমা ৫ দিনের রিমান্ডে

১৭

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

১৮

যে অভিযোগ এনে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন রিয়া মনি

১৯

দাবি জুলাই ঐক্যের / অন্তর্বর্তী সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে

২০
X