বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু

বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব-২০২৪ এ অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব-২০২৪ এ অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে জাতীয় ভাষা উৎসব-২০২৪। বাকৃবিসহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ভাষাবিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে কৃষি অনুষদের গ্যালারিতে ভাষা উৎসবের বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাইয়ের ওপর প্রতিযোগিতার মাধ্যমে উৎসবটি শুরু হয়।

আগামীকাল (১৪ ডিসেম্বর) আলোচনা পর্যায় ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

ভাষা প্রতিযোগিতায় ৫টি ভাষার ওপর ১০টি বিভাগ (শব্দগল্পকৃত্য ১ম এবং ২য় পর্ব, সাহিত্য উৎসব ১ম এবং ২য় পর্ব, কল্পকাহিনি একীকরণ ১ম ও ২য় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, ফরাসি, ও জাপানিজ ভাষা, শব্দ খোঁজ) থেকে বিজয়ী মোট ৩৩ জনকে পুরস্কৃত করা হবে। বিজয়ীদের পুরস্কার হিসেবে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা সম্মাননা দেওয়া হবে।

ভাষা উৎসবে বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

প্রতিযোগিতা শেষে আগামী ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আলোচনা সেশনে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিখ্যাত লেখক কিঙ্কর আহসান, শৈল্পিকভাবে কথা বলার ধরন নিয়ে আলোচনা করবেন মুশফিক এনাম তুর্য। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করবেন।

এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক ফাহমিদা সুলতানা মিতু কালবেলাকে বলেন, বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব আসলে ল্যাঙ্গুয়েজ এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করে। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের একই সুতোয় বেঁধে একটি জায়গা দিতে চেয়েছি। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার এটা একটা দারুণ সুযোগ বলে আমি মনে করি।

উল্লেখ্য, উচ্চশিক্ষা এবং পেশাগত জীবনে ভাষা চর্চার প্রভাব উপলব্ধি করে শিক্ষার্থীদের সেদিকে সমৃদ্ধ করে তুলতে ২০১৮ সালে বাকৃবিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ভাষাবিষয়ক জ্ঞান সমৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে আসছে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে পর্যটকের আত্মহত্যা

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশের পদকজয়ী আর্চাররা

রূপায়ণ সিটিতে ‘গজল নাইট’, সুরের জাদুতে মুগ্ধ অতিথিরা

বন্দুকের উপর কুকুরের আচমকা লাফ, গুলিবিদ্ধ মালিক হাসপাতালে

আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : ডা. তাহের

রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন ঘোষণায় বিপাকে জনগণ : গোলাম পরওয়ার

১০

ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন ছাত্র-জনতা

১১

নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দুর্গ : মাসুদুজ্জামান

১২

আখতার হোসেনকে ১ ঘণ্টা সময় দিলেন সেই মুনতাসির

১৩

ভাই চট্টগ্রামে গেছে, সেখানে তাকে মানুষ খুন করেছে : আশরাফুলের স্ত্রীকে জরেজ

১৪

আনচেলত্তির ব্রাজিল নিয়ে বিশ্বকাপে আশাবাদী ভিনিসিয়ুস

১৫

পুলিশের বাধায় পণ্ড জাপার কর্মী সমাবেশ

১৬

ঘুমানোর আগে যে দোয়া পড়লে ইমানি মৃত্যু লাভ হয়

১৭

বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক মৈথিলি ঠাকুর

১৮

মামলা করায় যাত্রাশিল্পীর চুল কেটে মুখে কালি মেখে মারধর

১৯

১৪ বছর বয়সেই টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ঝড়

২০
X