ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাসের ধাক্কায় ঢাকা কলেজছাত্রের মা আহত, ৩ বাস আটক

আটকে রাখা বাস। ছবি : কালবেলা
আটকে রাখা বাস। ছবি : কালবেলা

ঢাকা কলেজের এক ছাত্রের মা বাসের ধাক্কায় আহত হওয়ার ঘটনায় ঠিকানা পরিবহনের তিনটি বাস আটক করেছেন একদল শিক্ষার্থী। রোববার (১৫ ডিসেম্বর) আনুমানিক রাত ৮ টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে বাসগুলো আটকানো হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাসগুলো শিক্ষার্থীদের কব্জাতেই রয়েছে।

আহতের ছেলে অ্যাকাউন্টিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সালেহ জুবায়ের বলেন, গত ৫ ডিসেম্বর আনুমানিক বিকেল ৫ টার দিকে নীলক্ষেত মোড়ে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। এ সময় বাসে উঠতে গেলে ধাক্কা লেগে আমার মা পড়ে যান এবং হাতের ওপর দিয়ে বাসের চাকা ওঠে যায়। এতে মাংস ছিড়ে হাড় বের হয়ে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এত দিন পরীক্ষাসহ মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় ব্যবস্থা নিতে পারিনি। আজ বাস আটক করেছি এবং আমার মায়ের চিকিৎসার জন্য যত খরচ লাগে সব বাস মালিক কর্তৃপক্ষকে বহন করার দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী লুৎফুর নাহার বলেন, গত ৫ ডিসেম্বর নীলক্ষেত মোড়ে বাসে উঠতে গেলে ধাক্কা লেগে আমি পড়ে যাই। এ সময় গাড়ির চাকা আমার ডান হাতের ওপর দিয়ে গেলে আহত হই। চিকিৎসক জানিয়েছেন সুস্থ হতে দুই লাখ টাকার মতো ব্যয় হবে।

দায়িত্বরত নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ওমর বলেন, ‘আমরা তো বাস আটকানোর সময় ছিলাম না। ঠিকানা পরিবহনের লোকজন থানায় গিয়েছিল। পরে আমি নায়েমের গলিতে এসে উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলি। শুনলাম, গত ৫ ডিসেম্বর ঠিকানা পরিবহনের দুটি বাসের রেষারেষিতে নীলক্ষেত ক্রসিংয়ে একটি দুঘর্টনায় একজন নারী আহত হয়েছেন। তিনি এখন চিকিৎসাধীন আছেন। তার ছেলে এবং ছেলের বন্ধুরা তিনটি বাস আটকানোর পরে তারা বলেছে- তাদের ক্ষতিপূরণ দিতে হবে।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘ঘটনাটি আগে আমাদেরকে জানানো হয়নি। আমি জুবায়েরকে বলেছি, আটক হওয়া গাড়িগুলো পুলিশের মাধ্যমে মালিক সমিতিকে বুঝিয়ে দিতে। এসব বিষয়ে আগে কলেজ প্রশাসনকে জানাতে হবে, আমরা ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি, এরদোয়ানের দিকে অভিযোগের তীর

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এক্সপ্রেসওয়ে ৫ ঘণ্টা ব্লকেড, চরম ভোগান্তি 

ভারতে শক্তিশালী ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

পাকিস্তানি হামলার পরপরই সংবাদ সম্মেলন স্থগিত ভারতীয় বাহিনীর

ভারত-পাকিস্তানের ক্ষেপণাস্ত্র : কার জোর কতটুকু

পরিত্যক্ত বাড়িতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

জুলাই যোদ্ধাদের তালিকায় আ.লীগ নেত্রীর মেয়ে, প্রতিবাদ করায় কুপিয়ে জখম

কেঁপে উঠল পাকিস্তান / তিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ, বন্ধ আকাশপথ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত

১০

১০ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

১২

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

১০ মে : আজকের নামাজের সময়সূচি

১৪

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

১৫

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

১৬

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

১৭

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

১৮

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

১৯

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

২০
X