ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

ঢাকা কলেজে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ
ঢাকা কলেজের মূল ফটক। ছবি : কালবেলা

ঢাকা কলেজ এলাকায় এক ঘণ্টায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কলেজটির আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজে মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভ করেন ঢাকা কলেজের পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সহ-সভাপতি তাজবিউল হাসান, সহ-সভাপতি আবির রায়হান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসনসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং তেল পাম্পের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় নায়েমের গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখেছি দুইটি মটরসাইকেল নিয়ে এসেছিল রাকিব-নাছিরের অনুসারীরা। তারা ওদিক (নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদের ধাওয়া করে ধরতে পারিনি।

এ বিষয়ে পদবঞ্চিত এক নেতা বলেন, দীর্ঘদিন রাজনীতি করার পর আমরা যারা পদবঞ্চিত হয়েছি তারা একত্রিত হয়ে নতুন কমিটিকে অবাঞ্চিতে ঘোষণা করি। পাশাপাশি সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করি। এরপর রাত ৮ টার দিকে দুর্বৃত্তরা ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা শব্দ শুনে দৌড়ে গেলে কয়েকজনকে নীলক্ষেতের দিকে পালিয়ে যেতে দেখি। আমরা তাদের চিনতে পারিনি।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান কালবেলাকে বলেন, অনেকেই সুযোগ নিতে পারে, কিন্তু স্পেসিফিক ধারণা করতে পারছি না। যারা বিক্ষোভ করছে এর মধ্যে চার-পাঁচটা পরিশ্রমী ছেলে আছে যারা আন্দোলন সংগ্রামে ছিল; কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে তাদের রাখা যায়নি। আজকে প্রেসিডেন্ট-সেক্রেটারিকে বলে আসছি তারা হিসাব-নিকাশ করে কয়েকজনকে সংযুক্ত করবে। আর পাঁচ আগস্টের পর অনেকেই অনুপ্রবেশ করেছে, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বলে মনে করছি।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

নিউমার্কেট থানার ওসি মোহসেন উদ্দীন বলেন, আজ ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভের পর ককটেল বিস্ফোরণ হয়েছে। এজন্য উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১০

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১১

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৩

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

১৪

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফেললেন তারকা খেলোয়াড়

১৫

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

১৬

বাংলাদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানে ভেদাভেদ নেই : ড. এমএ কাইয়ুম

১৭

যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে : সাদিক কায়েম

১৮

নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা 

১৯

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

২০
X