রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু রোববার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামীকাল রোববার শুরু হবে। এ দিন দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ১৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, বিগত বছরের ন্যায় এবারও রাবিতে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫৫ টাকা অনলাইনে পরিশোধ করে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রাথমিক বাছাইয়ে মনোনীত হলে তারা পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক শাখার আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বাণিজ্য শাখায় এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

জিসিই ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে।

আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুন না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রাথমিক যাচাইবাছাই শেষে চূড়ান্ত আবেদন ২১ জানুয়ারি শুরু হবে এবং চার ধাপে ৭ ফেব্রুয়ারি শেষ হবে। অনলাইনে চূড়ান্ত পর্যায়ে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান ও মানবিক ইউনিটে ১ হাজার ৩২০ টাকা এবং ব্যবসা ইউনিটে ১ হাজার ১০০ টাকা ফি দিতে হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকায় ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সব ইউনিটে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৯ এবং ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৯২ হাজার করে ভর্তিচ্ছু অংশগ্রহণ করতে পারবেন। ১০০ নম্বরের বহুনির্বাচনি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য এবং আবেদন প্রক্রিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

১০

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

১১

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১২

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

১৩

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

১৪

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

১৫

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

১৬

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

১৭

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

১৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

১৯

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

২০
X