কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত
তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলছে, ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরও কঠোর ও বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে।

সোমবার (১৬ জুন) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সোমবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরও কঠোর ও বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে।

পেজেশকিয়ান ওমানের সুলতানের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর জোর দেন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনায় ওমানের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মাস্কট এই আলোচনায় উল্লেখযোগ্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তিনি জানান, এই আলোচনার সময় আমেরিকা দাবি করেছিল যে তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে এবং তেল আবিব যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান বারবার স্পষ্ট করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কারিগরি তদারকির জন্য প্রস্তুত। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এতে যাতে বেশ কয়েকজন বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থন ও সবুজ সংকেত ছাড়া এ ধরনের অপরাধ ঘটত না।

তিনি আরও বলেন, শত্রুরা ইরানের জনগণের শক্তি, সক্ষমতা ও ঐক্যকে ভুলভাবে বিচার করেছে। তারা ইরানকে বোঝেনি এবং ভেবেছিল সামরিক নেতা ও বিজ্ঞানীদের হত্যা, বেসামরিক বাড়িতে হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা যাবে। কিন্তু নেতার নির্দেশনা ও সশস্ত্র বাহিনীর দ্রুত প্রস্তুতির কারণে শত্রুরা সেই রাতেই ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে। আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পেজেশকিয়ান যুদ্ধ ও রক্তপাত এড়ানোর নীতিগত অবস্থান এবং প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্মানজনক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানি জনগণের অভ্যন্তরীণ ঐক্য একটি বড় সম্পদ এবং সাম্প্রতিক শত্রুতামূলক পদক্ষেপ জাতিকে বিভক্ত করতে পারেনি। এমনকি সরকারের সমালোচকরাও দেশের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ হয়েছেন।

ইসরায়েলের চলমান উসকানির পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি এই হিংস্র শাসনকে নিয়ন্ত্রণ করতে এবং আঞ্চলিক অস্থিরতা রোধ করতে ব্যর্থ হয়, তাহলে ইরানকে আরও কঠোর ও বেদনাদায়ক জবাব দিতে হবে।

তিনি জানান, ইরান সবসময় ন্যায়বিচার, জাতীয় অধিকার ও আন্তর্জাতিক নীতির ভিত্তিতে সংলাপের পক্ষে। তবে, হুমকি, জবরদস্তি ও আগ্রাসনের মধ্যে দিয়ে আলোচনা সম্ভব নয়। এই পথ অব্যাহত থাকলে ইরান তার অধিকার রক্ষায় দৃঢ় থাকবে এবং মুসলিম ভ্রাতৃদের সমর্থনের ওপর ভরসা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

বাংলাদেশ-পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়

রেকর্ড ভেঙেও আকরামকে শীর্ষে রাখলেন স্টার্ক

কালবেলায় সংবাদ প্রকাশের পর পুলিশে রদবদল, সিএমপি পেল ২২ জন

ব্রিটিশ সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা

তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা, জানালেন রিজওয়ানা 

খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী

শাকসু নির্বাচনে ২৫১ জনের মনোনয়ন সংগ্রহ, নারী প্রার্থী ৩৪

১০

গোয়াল ঘরে আগুনে পুড়ে ৫ গবাদি পশুর মৃত্যু

১১

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত বিশ্বাসঘাতকতার : কাজী আলাউদ্দিন

১২

চিলমারীতে হানাদার মুক্ত দিবস পালিত

১৩

খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যার চেষ্টা হয়েছে : খায়রুল কবির 

১৪

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার

১৫

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

১৬

লন্ডনে জামায়াত সেক্রেটারি / সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন

১৭

সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান

১৮

ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

১৯

খালেদা জিয়া ঐক্যের প্রতীক : আমিনুল হক

২০
X