কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত
তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলছে, ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরও কঠোর ও বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে।

সোমবার (১৬ জুন) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সোমবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরও কঠোর ও বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে।

পেজেশকিয়ান ওমানের সুলতানের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর জোর দেন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনায় ওমানের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মাস্কট এই আলোচনায় উল্লেখযোগ্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তিনি জানান, এই আলোচনার সময় আমেরিকা দাবি করেছিল যে তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে এবং তেল আবিব যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান বারবার স্পষ্ট করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কারিগরি তদারকির জন্য প্রস্তুত। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এতে যাতে বেশ কয়েকজন বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থন ও সবুজ সংকেত ছাড়া এ ধরনের অপরাধ ঘটত না।

তিনি আরও বলেন, শত্রুরা ইরানের জনগণের শক্তি, সক্ষমতা ও ঐক্যকে ভুলভাবে বিচার করেছে। তারা ইরানকে বোঝেনি এবং ভেবেছিল সামরিক নেতা ও বিজ্ঞানীদের হত্যা, বেসামরিক বাড়িতে হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা যাবে। কিন্তু নেতার নির্দেশনা ও সশস্ত্র বাহিনীর দ্রুত প্রস্তুতির কারণে শত্রুরা সেই রাতেই ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে। আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পেজেশকিয়ান যুদ্ধ ও রক্তপাত এড়ানোর নীতিগত অবস্থান এবং প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্মানজনক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানি জনগণের অভ্যন্তরীণ ঐক্য একটি বড় সম্পদ এবং সাম্প্রতিক শত্রুতামূলক পদক্ষেপ জাতিকে বিভক্ত করতে পারেনি। এমনকি সরকারের সমালোচকরাও দেশের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ হয়েছেন।

ইসরায়েলের চলমান উসকানির পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি এই হিংস্র শাসনকে নিয়ন্ত্রণ করতে এবং আঞ্চলিক অস্থিরতা রোধ করতে ব্যর্থ হয়, তাহলে ইরানকে আরও কঠোর ও বেদনাদায়ক জবাব দিতে হবে।

তিনি জানান, ইরান সবসময় ন্যায়বিচার, জাতীয় অধিকার ও আন্তর্জাতিক নীতির ভিত্তিতে সংলাপের পক্ষে। তবে, হুমকি, জবরদস্তি ও আগ্রাসনের মধ্যে দিয়ে আলোচনা সম্ভব নয়। এই পথ অব্যাহত থাকলে ইরান তার অধিকার রক্ষায় দৃঢ় থাকবে এবং মুসলিম ভ্রাতৃদের সমর্থনের ওপর ভরসা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫টি কাজ ও উদ্যোগ গ্রহণ ডাকসুর

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

কূটনৈতিক টানাপড়েনে জাপান থেকে শেষ পান্ডাজোড়া ফিরিয়ে নিচ্ছে চীন

নির্বাচনের আগে বিএনপির ২১ নেতাকে দুঃসংবাদ

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

১০

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

১১

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

১২

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

১৩

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

১৪

‘জনতার ইশতেহার’  / ৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

১৫

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াতি রাজনীতির দেউলিয়াপনা : নাছির উদ্দীন

১৬

৩৫ লাখ টাকার সম্পদ বাপ দিছে, আমি জেল খাটব কেন : সিয়াম

১৭

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না : ইসি

১৮

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

১৯

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

২০
X