নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

কারাগারে ভর্তি পরীক্ষা দেবেন সাংবাদিক জিসান

সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান। ছবি : সংগৃহীত
সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবেন স্থানীয় অনলাইন পোর্টালের সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান।

শনিবার (৩১ মে) বেলা ১১টায় কারাগারে তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি। সম্প্রতি এক মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জান্নাতুল ফেরদৌস জিসান নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক এবং প্রথম আলো পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভার নারায়ণগঞ্জ কমিটির পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তেও কন্ট্রিবিউটর হিসেবে লেখালেখি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে প্রবেশ করে পুলিশ। এ সময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় অবরোধ করে ও বিক্ষোভ শুরু করে। এ সময় আইভীকে গ্রেপ্তার না করতে অনুরোধ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে গভীর রাতে আইভীর বাড়িতে পুলিশের আরেকটি দল প্রবেশ করে তার সঙ্গে কথা বলে। এ সময় মেয়র আইভী রাতে বেলা গ্রেপ্তার করতে নিষেধ করেন এবং দিনের আলোকে গ্রেপ্তার হওয়ার কথা জানান। রাতভর এই নাটকীয়তা শেষে শুক্রবার (৯ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পথিমধ্যে আইভীকে বহন করা গাড়িবহরে হামলা করে বিএনপি ও যুবদলের একদল নেতাকর্মী।

এ ঘটনায় গত ১২ মে রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা, পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনায় ৫২ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে সদর মডেল থানার উপপরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই রাতেই সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান, তার বাবা হানিফ ও চাচা শওকত মিথুনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে সাংবাদিক জিসানের আইনজীবী আওলাদ হোসেন কালবেলাকে বলেন, সাবেক মেয়র আইভী গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক জিসানকে পুলিশ হেসেল্টের মামলায় আসামি করা হয়। অথচ সেই রাতে পুলিশের ওপরে কেউ হামলা করেনি। এমনকি সাবেক মেয়র আইভী রাতে গ্রেপ্তার হতে আপত্তি করলে পুলিশ সকালে তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে গ্রেপ্তারের পরেও কেউ পুলিশের ওপর হামলা করেনি। তাহলে কোর্টে আনার পথে তারা কেন হামলা করবে। তবে সর্বোপরি সেই মামলায় জিসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সেই থেকে আদালতে চার দফা জামিনের আবেদন করেছি। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। এরপর গত ২৮ মে জেলখানার মাধ্যমে ভর্তি পরীক্ষার দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শহীদুল ইসলাম জেলা কারা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। সে হিসেবে শনিবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিসান অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ব সংবাদ সংগ্রহ করা। এখন জিসান একজন সাংবাদিক হয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার আসামি হলে আগামীতে কোনো সাংবাদিক নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে না এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত। আমরা আশা করি, ন্যায়বিচার পাব।

অশ্রুসিক্তে জিসানের মা আছমা বেগম কালবেলাকে বলেন, শনিবার আমার ছেলে জেলে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে। তবে জেলে বসে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, কেমন প্রস্তুতি নিয়েছে তা জানা নেই। জিসান আমাদের একমাত্র ভরসা। আমার এই ছেলেটা মেধাবী। তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলে আমাদের কী হবে। অনেক কষ্ট করে ফল বিক্রি করে আমার স্বামী ছেলেকে পড়াশোনা করিয়েছে। এক বছর ধরে জিসান সাংবাদিকতায় যোগদান করেছে। অথচ এখন তাকে পুলিশ মিথ্যা মামলা গিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমার ছেলের মুক্তি চাই।

তিনি বলেন, আমার ছেলে এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসি তে জিপিএ ৪.৪২ পেয়েছে। এবার সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই উদ্দেশ্যে গত রমজান মাস থেকে বাড়িতে পড়াশোনা করছিল। কিন্তু পুলিশ কেন আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, তা জানা নাই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাউয়ম খান কালবেলাকে বলেন, জিসান মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। জিসানের পক্ষে আইনজীবী আদালতে ভর্তি দেওয়ার জন্য আবেদন দাখিল করেন। কারাবিধি অনুযায়ী আদালত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, আদালতের নির্দেশে শনিবার সকাল ১১টায় জেলে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সাংবাদিক জিসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি অনুসারে তিনি পরীক্ষা দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সবুর খান

‘কৈফিয়ত’ দিলেন ফারুকী

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

১০

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

১১

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

১২

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

১৩

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

১৫

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৬

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

১৭

ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক

১৮

ইয়ারফোন কানে না দিলে কাজে মন বসে না? অজান্তেই যে ক্ষতি করছেন

১৯

ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা

২০
X