নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

কারাগারে ভর্তি পরীক্ষা দেবেন সাংবাদিক জিসান

সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান। ছবি : সংগৃহীত
সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবেন স্থানীয় অনলাইন পোর্টালের সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান।

শনিবার (৩১ মে) বেলা ১১টায় কারাগারে তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি। সম্প্রতি এক মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জান্নাতুল ফেরদৌস জিসান নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক এবং প্রথম আলো পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভার নারায়ণগঞ্জ কমিটির পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তেও কন্ট্রিবিউটর হিসেবে লেখালেখি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে প্রবেশ করে পুলিশ। এ সময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় অবরোধ করে ও বিক্ষোভ শুরু করে। এ সময় আইভীকে গ্রেপ্তার না করতে অনুরোধ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে গভীর রাতে আইভীর বাড়িতে পুলিশের আরেকটি দল প্রবেশ করে তার সঙ্গে কথা বলে। এ সময় মেয়র আইভী রাতে বেলা গ্রেপ্তার করতে নিষেধ করেন এবং দিনের আলোকে গ্রেপ্তার হওয়ার কথা জানান। রাতভর এই নাটকীয়তা শেষে শুক্রবার (৯ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পথিমধ্যে আইভীকে বহন করা গাড়িবহরে হামলা করে বিএনপি ও যুবদলের একদল নেতাকর্মী।

এ ঘটনায় গত ১২ মে রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা, পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনায় ৫২ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে সদর মডেল থানার উপপরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই রাতেই সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান, তার বাবা হানিফ ও চাচা শওকত মিথুনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে সাংবাদিক জিসানের আইনজীবী আওলাদ হোসেন কালবেলাকে বলেন, সাবেক মেয়র আইভী গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক জিসানকে পুলিশ হেসেল্টের মামলায় আসামি করা হয়। অথচ সেই রাতে পুলিশের ওপরে কেউ হামলা করেনি। এমনকি সাবেক মেয়র আইভী রাতে গ্রেপ্তার হতে আপত্তি করলে পুলিশ সকালে তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে গ্রেপ্তারের পরেও কেউ পুলিশের ওপর হামলা করেনি। তাহলে কোর্টে আনার পথে তারা কেন হামলা করবে। তবে সর্বোপরি সেই মামলায় জিসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সেই থেকে আদালতে চার দফা জামিনের আবেদন করেছি। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। এরপর গত ২৮ মে জেলখানার মাধ্যমে ভর্তি পরীক্ষার দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শহীদুল ইসলাম জেলা কারা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। সে হিসেবে শনিবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিসান অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ব সংবাদ সংগ্রহ করা। এখন জিসান একজন সাংবাদিক হয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার আসামি হলে আগামীতে কোনো সাংবাদিক নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে না এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত। আমরা আশা করি, ন্যায়বিচার পাব।

অশ্রুসিক্তে জিসানের মা আছমা বেগম কালবেলাকে বলেন, শনিবার আমার ছেলে জেলে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে। তবে জেলে বসে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, কেমন প্রস্তুতি নিয়েছে তা জানা নেই। জিসান আমাদের একমাত্র ভরসা। আমার এই ছেলেটা মেধাবী। তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলে আমাদের কী হবে। অনেক কষ্ট করে ফল বিক্রি করে আমার স্বামী ছেলেকে পড়াশোনা করিয়েছে। এক বছর ধরে জিসান সাংবাদিকতায় যোগদান করেছে। অথচ এখন তাকে পুলিশ মিথ্যা মামলা গিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমার ছেলের মুক্তি চাই।

তিনি বলেন, আমার ছেলে এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসি তে জিপিএ ৪.৪২ পেয়েছে। এবার সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই উদ্দেশ্যে গত রমজান মাস থেকে বাড়িতে পড়াশোনা করছিল। কিন্তু পুলিশ কেন আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, তা জানা নাই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাউয়ম খান কালবেলাকে বলেন, জিসান মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। জিসানের পক্ষে আইনজীবী আদালতে ভর্তি দেওয়ার জন্য আবেদন দাখিল করেন। কারাবিধি অনুযায়ী আদালত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, আদালতের নির্দেশে শনিবার সকাল ১১টায় জেলে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সাংবাদিক জিসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি অনুসারে তিনি পরীক্ষা দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

ঝালকাঠিতে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা

১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

বিএনপিকে পত্রপল্লবে সজ্জিত করেছেন বেগম খালেদা জিয়া : কায়সার কামাল

১০

ব্যালেট পেপার হাতে পেয়ে খুশি মালদ্বীপ প্রবাসীরা

১১

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নিকডু শিক্ষক সমিতির দোয়া মাহফিল 

১২

সোনারগাঁয়ে যুবলীগ নেতা জাকির ও নেত্রী রোজি গ্রেপ্তার

১৩

নিহত যুবদল নেতার স্ত্রী হলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক 

১৪

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মিলন

১৫

তিন বছর পর বুবলীর ‘প্রেশার কুকার’

১৬

মাছ ধরতে গিয়ে ঠান্ডায় জেলের মৃত্যু

১৭

গত ১৫ মাসের ইতিবাচক পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সফলতা : উপদেষ্টা ফরিদা

১৮

পোস্টাল ব্যালট বিতরণ কবে থেকে, জানালেন প্রেস সচিব

১৯

কোটের হাতাতে এই অতিরিক্ত বোতাম কেন থাকে, আসল রহস্য জেনে নিন

২০
X