নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

কারাগারে ভর্তি পরীক্ষা দেবেন সাংবাদিক জিসান

সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান। ছবি : সংগৃহীত
সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবেন স্থানীয় অনলাইন পোর্টালের সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান।

শনিবার (৩১ মে) বেলা ১১টায় কারাগারে তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি। সম্প্রতি এক মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জান্নাতুল ফেরদৌস জিসান নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক এবং প্রথম আলো পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভার নারায়ণগঞ্জ কমিটির পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তেও কন্ট্রিবিউটর হিসেবে লেখালেখি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে প্রবেশ করে পুলিশ। এ সময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় অবরোধ করে ও বিক্ষোভ শুরু করে। এ সময় আইভীকে গ্রেপ্তার না করতে অনুরোধ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে গভীর রাতে আইভীর বাড়িতে পুলিশের আরেকটি দল প্রবেশ করে তার সঙ্গে কথা বলে। এ সময় মেয়র আইভী রাতে বেলা গ্রেপ্তার করতে নিষেধ করেন এবং দিনের আলোকে গ্রেপ্তার হওয়ার কথা জানান। রাতভর এই নাটকীয়তা শেষে শুক্রবার (৯ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পথিমধ্যে আইভীকে বহন করা গাড়িবহরে হামলা করে বিএনপি ও যুবদলের একদল নেতাকর্মী।

এ ঘটনায় গত ১২ মে রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা, পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনায় ৫২ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে সদর মডেল থানার উপপরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই রাতেই সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান, তার বাবা হানিফ ও চাচা শওকত মিথুনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে সাংবাদিক জিসানের আইনজীবী আওলাদ হোসেন কালবেলাকে বলেন, সাবেক মেয়র আইভী গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক জিসানকে পুলিশ হেসেল্টের মামলায় আসামি করা হয়। অথচ সেই রাতে পুলিশের ওপরে কেউ হামলা করেনি। এমনকি সাবেক মেয়র আইভী রাতে গ্রেপ্তার হতে আপত্তি করলে পুলিশ সকালে তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে গ্রেপ্তারের পরেও কেউ পুলিশের ওপর হামলা করেনি। তাহলে কোর্টে আনার পথে তারা কেন হামলা করবে। তবে সর্বোপরি সেই মামলায় জিসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সেই থেকে আদালতে চার দফা জামিনের আবেদন করেছি। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। এরপর গত ২৮ মে জেলখানার মাধ্যমে ভর্তি পরীক্ষার দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শহীদুল ইসলাম জেলা কারা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। সে হিসেবে শনিবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিসান অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ব সংবাদ সংগ্রহ করা। এখন জিসান একজন সাংবাদিক হয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার আসামি হলে আগামীতে কোনো সাংবাদিক নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে না এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত। আমরা আশা করি, ন্যায়বিচার পাব।

অশ্রুসিক্তে জিসানের মা আছমা বেগম কালবেলাকে বলেন, শনিবার আমার ছেলে জেলে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে। তবে জেলে বসে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, কেমন প্রস্তুতি নিয়েছে তা জানা নেই। জিসান আমাদের একমাত্র ভরসা। আমার এই ছেলেটা মেধাবী। তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলে আমাদের কী হবে। অনেক কষ্ট করে ফল বিক্রি করে আমার স্বামী ছেলেকে পড়াশোনা করিয়েছে। এক বছর ধরে জিসান সাংবাদিকতায় যোগদান করেছে। অথচ এখন তাকে পুলিশ মিথ্যা মামলা গিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমার ছেলের মুক্তি চাই।

তিনি বলেন, আমার ছেলে এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসি তে জিপিএ ৪.৪২ পেয়েছে। এবার সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই উদ্দেশ্যে গত রমজান মাস থেকে বাড়িতে পড়াশোনা করছিল। কিন্তু পুলিশ কেন আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, তা জানা নাই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাউয়ম খান কালবেলাকে বলেন, জিসান মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। জিসানের পক্ষে আইনজীবী আদালতে ভর্তি দেওয়ার জন্য আবেদন দাখিল করেন। কারাবিধি অনুযায়ী আদালত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, আদালতের নির্দেশে শনিবার সকাল ১১টায় জেলে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সাংবাদিক জিসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি অনুসারে তিনি পরীক্ষা দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

১০

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১১

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১২

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৩

সুর নরম আইসিসির

১৪

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৫

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৬

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৭

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৮

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৯

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X