খুলনা মেডিকেল কলেজে (খুমেক) শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে কলেজ চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে।
এদিকে দাবির মুখে পুলিশ বুধবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন মাহামুদুর রহমান বিপ্লব ও মীর বায়োজিদ।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করা, ৭২ ঘণ্টার মধ্যে হাসপাতালের মাল্টিপারপাস ভবনে কমপক্ষে দুটি মডেল ফার্মেসি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কলেজ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন করা।
এর মধ্যে দ্বিতীয় দাবিটি বাস্তবায়নের ঘোষণা দেন হাসপাতালের পরিচালক মো. রবিউল ইসলাম।
অপরদিকে ওষুধ ব্যবসায়ীরাও দোকান বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায়ের লক্ষ্যে তারাও অনড় অবস্থানে রয়েছেন।
এদিকে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন মহলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং স্থানীয় সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া খুলনা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বুধবার রাতে জরুরি সভা করে।
ওষুধ কেনার ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ওঠে।
মন্তব্য করুন