সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রক্সির’ টাকা না দেওয়ায় শিক্ষার্থীকে তুলে নিল ছাত্রলীগ নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রক্সির মাধ্যমে পাস করে আহসান হাবীব। পরে চুক্তির টাকা শোধ না করায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এলে ওই চক্র আহসান হাবীবকে তুলে নিয়ে একটি হলে আটকে টাকা দাবি করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শুক্রবার (১৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বাদী হয়ে ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থী আহসান হাবীব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, শের-ই-বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাকিব ও বিশ্ববদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সাকায়েন সিদ্দিক প্রাঙ্গণ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হতে মায়ের সঙ্গে স্যার জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবনে আসেন আটক আসামি আহসান হাবীব। ভর্তি হয়ে ভবন থেকে বের হয়ে আসলে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি আহসান হাবীবকে অপহরণ করে শের-ই-বাংলা হলের তৃতীয় তলায় আটকে রাখে। এরপর অপহরণকারীরা মুঠোফোনে তার বাবার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এদিকে দীর্ঘক্ষণ ছেলের খোঁজ না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান আহসান হাবীবের মা। পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে আসা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আহসান হাবীব স্বীকার করেন যে, তিনি বাকি আসামিদের সহযোগিতায় প্রক্সির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। এজন্য পলাতক আসামি প্রাঙ্গণের সঙ্গে ৪ লাখ ৮০ হাজার টাকা চুক্তি হয়। ভর্তির পূর্বে তিনি ৪ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা ভর্তির পর দেবেন বলে অঙ্গীকার করেন। কিন্তু ভর্তির পর তিনি সেই টাকা না দেওয়ায় বাকি আসামিরা তাকে অপহরণ করে ভয়-ভীতি প্রদর্শন করেন।

অপরদিকে সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে প্রধান আসামি করে আরও তিনজনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে আটক আহসান হাবীবের মা রেহেনা বেগম। অপর তিনজন আসামি হলেন- রাজু আহমেদ, প্রাঙ্গণ ও সাকিব।

মামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে হেয় করার জন্য শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে এসব করছে। আমার বিরুদ্ধে অভিযোগের ১ শতাংশ প্রমাণ হলে আমি যে কোনো শাস্তি গ্রহণ করব।’ এ ছাড়া অভিযুক্ত অন্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘যেই ছেলের মা তন্ময়ের বিরুদ্ধে মামলা করেছেন আমি তাকে কোনোদিন দেখি নাই, কথাও হয়নি। তাহলে আমি এটা কীভাবে করতে পারি। তন্ময়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যার কোনো ভিত্তি নেই।’

মামলার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ওসি রুহুল আমিন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। একটি পাবলিক পরীক্ষা আইনে অপরটি অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদী হয়ে একটি মামলা করেন। আরেকটি মামলা করেছেন আহসান হাবীবের মা রেহেনা বেগম।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভর্তি হতে আসা শিক্ষার্থী আহসান হাবীবকে জিজ্ঞাসাবাদ করা হলে এই জালিয়াতির সঙ্গে তন্ময়ের সংশ্লিষ্টতা পাওয়া যায়। সঙ্গে আরও কয়েকজন ছিল। তার এই স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল রাতেই আমরা ৫ জনের বিরুদ্ধে মতিহার থানায় এজাহার দায়ের করেছি। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়েরও কয়েকজন শিক্ষার্থী আছেন। আজ ও আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রোববার হয়তো আমরা তাদের বিরুদ্ধে একাডেমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১০

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১১

ঢাকায় আসছেন জাকির নায়েক

১২

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৩

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৪

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৫

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৬

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৮

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৯

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

২০
X