নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতায় আবাসিক হলের সিট না পেয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা দিয়ে ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

জানা গেছে, পরীক্ষার প্রায় ১১ মাস পর ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে হলে আসন বরাদ্দের সাক্ষাৎকারে মার্কশিট জমা দিতে না পারায় হলে আসন বরাদ্দ পায়নি ওই শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী। পরে বিভাগ এবং হল দপ্তরে সমাধান না পেয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় ঘটনাস্থলে গিয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিনুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম অবস্থানরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে শ্রেণিকক্ষে ফেরান। পরে শিক্ষার্থীরা দাবিসমূহ কলা অনুষদের ডিন বরাবর লিখিত আকারে জমা দেন।

আট দফা দাবিতে শিক্ষার্থীরা জানায়, বিভাগকে হলের সিটের দায় নিয়ে সিটের ব্যবস্থা করতে হবে, বিভাগকে সেশনজটমুক্ত করতে হবে, সেমিস্টার পরীক্ষার ৩ মাসের মধ্যে ফলাফল দিতে হবে, ইনকোর্স নম্বর সেমিস্টারের কমপক্ষে ৭ দিন আগে প্রকাশ করতে হবে, রুটিন অনুযায়ী ক্লাস নিতে হবে, বিভাগকে মাদকমুক্ত করতে হবে, আগামী ১৫ দিনের মধ্যে সিলেবাস দেওয়া এবং নিয়মিত ক্লাস-পরীক্ষা হচ্ছে কিনা তদারকি করতে হবে।

শিক্ষার্থী ইনজামুল হক বলেন, ফলাফল বিলম্বের কারণে আমরা আমাদের ন্যায্য হলের সিট পাইনি। তিনদিন যাবৎ বিভাগ, হল দপ্তর, প্রশাসনিক ভবনে ঘুরেছি। কিন্তু কেউ আমাদের সমাধান দিচ্ছে না।

আরেক শিক্ষার্থী নাইমুল ইসলাম বলেন, বিভাগের স্বেচ্ছাচারিতার কোনো জবাবদিহিতা নেই। সেশনজট, ফলাফল দিতে দেরি করা, বিভিন্ন বিষয়ে অবহেলা লেগেই আছে।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. তুহিনুর রহমান বলেন, বহিস্থ শিক্ষকের নম্বর প্রেরণে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীদের ফলাফল প্রকাশে দেরি হয়েছে। তবে হল বরাদ্দের সময় শিক্ষার্থীদের ফলাফল না হওয়ার বিষয়টি সুপারিশ আকারেও জানানো হয়েছিল।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হুদা কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের দাবিসমূহ লিখিত আকারে পেয়েছি। দ্রুতই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়মিত ওয়ানডে খেললে দল আরও শক্তিশালী হবে: মেহেদী হাসান মিরাজ

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

নির্বাচনে প্রার্থীর যে তথ্য প্রকাশ বাধ্যতামূলক

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন যিনি

মুক্তি প্রতীক্ষায় ‘মাস্তি ফোর’

পাঠাওয়ের ১০ বছর উদযাপন আরও বড় হলো পার্টনার অফারের সঙ্গে

ভারতকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

ইসরায়েলকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

সিভাসুতে ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু রোববার

সাড়ে ৬ মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ, ফিরল ‘না ভোট’

১১

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জে মতবিনিময় সভা 

১২

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্টারলিংক সেবা চালু চবি ক্যাম্পাসে

১৩

জাতীয় নির্বাচন / ভোটে দাঁড়াতে গুনতে হবে আড়াই গুণ বেশি জামানত

১৪

১০ দিনের রিমান্ড মঞ্জুর  / ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ, ফাঁসি দাবি

১৫

বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ

১৬

৮ দিন পর খুলল প্যাসিফিক জিন্সের ৮ কারখানা

১৭

দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

১৮

ফের বাবা হচ্ছেন রাম চরণ

১৯

পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X